মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১

পামেলা কোকেন কান্ড নতুন মোড়, জড়িত আছে এক বিশেষ নিরাপত্তার দল

পামেলা কোকেন কান্ড নতুন মোড়, জড়িত আছে এক বিশেষ দল
চিত্রঃ বিজেপি নেত্রী পামেলা কোকেন কান্ডে গেপ্তার 

সজল দাশগুপ্তঃ পামেলা কোকেন কান্ড নতুন মোড়, পামেলা কোকেন কান্ড তে জড়িত থাকতে পারেন সিআইএসএফ জোয়ানরা এমনটাই গোপন সূত্রে খবর পেয়েছে কলকাতা লালবাজার থানা এর গোয়েন্দা বিভাগের পুলিশ। সিআইএসএফ জাওয়ানদের অফিসে এক বিবৃতিতে এর মাধ্যমে জোয়ানদের নাম ঠিকানা ও বিবরণ পাঠানোর কথা বলেছে কলকাতা লালবাজার থানার গোয়েন্দা বিভাগের পুলিশ। পূর্ব নির্ধারিত ছক করে পামেলা কে ফাঁসানোর জন্য কোকেন রাখা হয়েছিল গোয়েন্দা বিভাগের পুলিশের কাছে খবর রয়েছে, জড়িত থাকতে পারেন সিআইএসএফ জোয়ান রাও। 

সিআইএসএফ জাওয়ানদের একটি অংশ ভিআইপিদের নিরাপত্তা ব্যবস্থা দেখেন। রাকেশ সিংয়ের বাড়িতে কর্তব্যরত ছিলেন দুইজন সিআইএসএফ জোয়ান। সিসিটিভি ফুটেজ এর মাধ্যমে রাকেশ সিংয়ের বাড়িতে যারা যাতায়াত করতেন তাদেরকে চিহ্নিত করন করা হচ্ছে। গোয়েন্দা বিভাগের পুলিশ রা চাইছেন সিআইএসএফ জাওয়ানদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে তদন্ত এর আরো বিবরণ জানতে।

Published on:

16/03/2021 19:48

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: