মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১

নির্বাচনের আগে ভারতী ঘোষ কে গ্রেফতার করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের

নির্বাচনের আগে ভারতী ঘোষ কে গ্রেফতার করা যাবে না নির্দেশ সুপ্রিম কোর্টের
চিত্রঃ বিজেপি নেত্রী ভারতী ঘোষ 

সজল দাশগুপ্তঃ বিধানসভা নির্বাচনের আগে ভারতী ঘোষ কে গ্রেফতার করা যাবে না নির্দেশ দিলেও সুপ্রিম কোর্ট। স্বস্তির নিঃশ্বাস ফেললেন ভারতী ঘোষ। প্রসঙ্গত 2018 সালে তিনি বিজেপিতে যোগদান করেন। এর আগে তিনি মমতা বন্দ্যোপাধ্যায় এর ঘনিষ্ঠ রূপে পরিচিত ছিলেন। প্রাক্তন আইপিএস অফিসার ছিলেন তিনি । 2019 এ লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে বিজেপি প্রার্থী রূপে দাঁড়িয়েছিলেন তিনি। সে বছরই তার নামে খুনের চেষ্টা সহ একাধিক মামলা রুজু করা হয়। 

ধুপকাঠির ব্যবসা

সেই সব মামলার মধ্যে বর্তমানে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। এর পরেই ভারতী ঘোষ সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। তিনি সুপ্রিম কোর্টে আবেদন করেন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা স্থগিত রাখার জন্য । সুপ্রিম কোর্ট ভারতী ঘোষের আবেদন মঞ্জুর করেছে। সুপ্রিম কোর্ট থেকে স্পষ্ট করে বলা হয়েছে বিধানসভা নির্বাচনের আগে ভারতী ঘোষ কে গ্রেফতার করা যাবে না। ভারতী ঘোষ জানিয়েছেন শাসকদলের আশ্রিত গুন্ডা বাহিনী তাকে ও তার দলের সদস্যের উপর হামলা চালিয়েছেন তিনি সম্পূর্ণ নির্দোষ। সুপ্রিম কোর্টের নির্দেশে ভারতী ঘোষ কিছুটা স্বস্তিতে রয়েছেন বর্তমান এ।

Published on:

09/03/2021 17:57

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: