শুক্রবার, ১৯ মার্চ, ২০২১

“সোনার বীজপুর গড়ব” : বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় - নিউজ ভারত বাংলা

“সোনার বীজপুর গড়ব” : বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায়
চিত্রঃ বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় 

নিজস্ব সংবাদঃ বিজেপির কেন্দ্রীয় শীর্ষ নেতৃত্ব যখন বাংলায় উড়ে এসে বলছে, "বাংলাকে সোনার বাংলা করব"। ঠিক যেমন মমতা ব্যানাজি আগে বলতেন, "কলকাতাকে লন্ডন বানাব" , ঠিক এমনই মূহত্বে বিজেপির এই "সোনার বাংলা" স্লোগানকে আরও এক ধাপ এগিয়ে বিজেপির নেতা মুকুল রায়ের ছেলে বিজেপি প্রার্থী শুভ্রাংশু রায় বলছেন, “সোনার বীজপুর গড়ব।” এদিকে বৃহস্পতিবার বিজেপির বাকি যে আসন ছিলো তার প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে, সেই তালিকাতে নাম ছিল মুকুল রায়ের যিনি কৃষ্ণনগর (নদীয়া জেলা) থেকে দাড়িয়েছেন। আর তার সুপুত্র দাড়িয়েছেন, বীজপুর আসন থেকে, শুভ্রাংশু রায় সংবাদ মাধ্যমকে বলেন, “সোনার বাংলা গড়া হবেই। তার সঙ্গে আমি সোনার বীজপুরও গড়ব।” 

Published on:

19/03/2021 16:04

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: