চিত্রঃ ভারতীয় সেনাবাহিনী, ফাইল চিত্র |
নিজস্ব সংবাদঃ বিশ্বের শক্তিশালী যেসব দেশগুলি আছে তার মধ্যে অন্যতম সামরিক দিক থেকে শীর্ষ হলো চিন, কিন্তু ভারত কত নম্বর স্থান? তাই বিভিন্ন দেশের সেনাবাহিনীর কেমন শক্তি? তার যাচাই করতে সমীক্ষা চালায় প্রতিরক্ষা সংক্রান্ত ওয়েবসাইট ‘মিলিটারি ডিরেক্ট’। সেই সমীক্ষার ফল বেড়িয়েছে তা ‘প্রকৃত সামরিক শক্তি সূচক’ নামে পরিচয় পেয়েছে। দেখা গেছে সেই সমীক্ষাতে ১০০-র মধ্যে ৮২ পয়েন্ট পেয়ে শীর্ষে স্থানে সামরিক দিক থেকে শক্তিশালি চিন। কিন্তু এদিকে আমেরিকা সামরিক খাতে সবচেয়ে বেশি খরচ করেও ৭৪ পয়েন্ট অথাৎ দ্বিতীয় স্থানে রয়েছে। রুশ দেশের সেনাবাহিনীর শক্তি বিশ্বের মধ্যে তৃতীয় স্থানে অধিকারী। তাদের স্থানের পয়েন্ট হচ্ছে ৬৯। ৬১ পয়েন্ট পেয়ে তালিকায় চতুর্থ ভারত। এর পরেই আছে ফ্রান্সের সেনাবাহিনীর ক্ষমতার পয়েন্ট যা ৫৮। ব্রিটেন নবম স্থানে যার পয়েন্ট ৪৩।
Published on:
22/03/2021 19:23
Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: