বুধবার, ১৭ মার্চ, ২০২১

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) বাংলার ভোটে লড়ছে না | বামেদের জোট বিহারের দলের সাথে

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) বাংলার ভোটে লড়ছে না | বামদেরদের জোট বিহারের দলের সাথে
চিত্রঃ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) পৃষ্ঠপোষক আব্বাস সিদ্দিকি | প্রেস ক্লাব কলকাতা

নিজস্ব সংবাদঃ হঠাৎ চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো! আব্বাস সিদ্দিকির নতুন দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের (ISF) যে "খাম" প্রতিক তা তাদের নিজস্ব নয়, বিহারের এক দল (রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টি) -র যে খাম প্রতিক আছে তাই নিয়ে লড়ছে এই বাংলাতে ISF এর দেওয়া প্রার্থীরা। 

ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) বাংলার ভোটে লড়ছে না | বামেদের জোট বিহারের দলের সাথে
চিত্রঃ নমিনেশন স্ট্যাটাসে অন্য পার্টির নাম, নেই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) নাম

এদিকে সাধারন মানুষ ভাবছে ISF লড়াই করছে এবং তাদের প্রতিক খাম চিহ্ন, এ থেকে বোঝা গেলো এই বাংলাতে ISF নামে কোনো দল লড়ছে না। আদতে লড়ছে বিহারের এক দল বামদের সাথে জোট করে। এদিকে নাম হচ্ছে নিজস্ব বাংলার ছেলে আব্বাস সিদ্দিকির নতুন দল ISF বাম-কংগ্রেস দের সাথে জোট করে। 

অন্যদিকে প্রশ্ন উঠেছে, ISF কেন এমন করলো? কেন তাদের প্রার্থীরা বাংলা তথা অন্য বহিরাগত দলের প্রতিক নিয়ে বাংলাতে ISF এর নাম ভাঙ্গিয়ে নমিনেশন জমা দিলো? এই প্রশ্নে আইএসএফ(ISF) এই দাবি করে। বিহারের ওই দলের(রাষ্ট্রীয় সেকুলার মজলিশ পার্টি) সঙ্গে তাদের(ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) এক জোট হয়েছে। সেই কারণেই সেই দলের প্রতীক ব্যবহার করে প্রার্থীরা নমিনেশন জমা দিয়েছেন বর্তমানে।

গত ২১ ফেব্রুয়ারি কলকাতা প্রেস ক্লাব থেকে ঘোষণা হয় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট দলটি, যেহুতু ভোটের মুখে তাই এত অল্প টাইমের মধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকম স্বীকৃতি পায়নি এছাড়াও কোনও দলীয় প্রতীকও এত কম সময়ে পাওয়া যায়না। এদিকে, এই ঘটনা সামনে আসতেই  জোটের অনন্য বাম শরীক দলগুলি প্রশ্ন তুলেছে, যাদের নিজস্ব প্রতিক নেই? যাদের নিজস্ব নির্বাচন কমিশনের পক্ষ থেকে কোনো রকম স্বীকৃতি নেই! 

চিত্রঃ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) নাম নেই, আছে বিহারের এক দলের নাম | রহস্য তুঙ্গে  
ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট (ISF) বাংলার ভোটে লড়ছে না | বামেদের জোট বিহারের দলের সাথে
চিত্রঃ বিক্রম চ্যাটাজির Affidavit পেপার 

বহিরাগত দলের কাছ থেকে প্রতিক ধার করে তাহলে এই জোট কি আদৌই টিকবে? এই বিষয়ে সিপিএম-র শীর্ষ নেতৃত্ব কোনও সাড়া দেয়নি, পুরো বিষয়টি জানতে চাওয়া হলে এড়িয়ে গেছে।  

আইএসএফ(ISF) এও দাবি করে, যদি নির্দল হিসেবে সব প্রার্থীরা বিভিন্ন কেন্দ্রে প্রার্থী হতেন তাহলে পৃথক প্রতীক ব্যবহার করে আদালা আলাদা কেন্দ্রে লড়তে হত তাদের। তেমনটা হলে নিজস্ব দলীয় কর্মী-সমর্থকদের প্রতীক চিহ্নিত করতেও বিভিন্ন রকম সমস্যা হত। 

Published on:

17/03/2021 00:37

Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: