মঙ্গলবার, ২২ জুন, ২০২১

বাংলা ভাগের দুই দাবীদার বিজেপি সাংসদের বিরুদ্ধে FIR দায়ের

বাংলা ভাগের দুই দাবীদার বিজেপি সাংসদের বিরুদ্ধে FIR দায়ের
ফাইল চিত্র- (গ্রাফিক্সঃ ডিজিটাল বন্ধন

নিজস্ব প্রতিনিধিঃ বিজেপির দুই সাংসদ এখন বাংলা পাহাড়কে আলাদা করার দাবি তুলেছে। বিজেপির এই দুই সাংসদ মূলত অনুন্নয়ন, অনুপ্রবেশ কে অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এদিকে তৃণমূল সুপ্রিম মমতা ব্যানাজি হুঁশিয়ারি দিয়েছে, আমরা কোনও মতে বাংলা ভাগ হতে দেবনা। এই ইস্যু নিয়েই বিজেপির সাংসদ জন বার্লা ও সৌমিত্র খাঁ -কে গ্রেপ্তারের দাবিতে আলিপুরদুয়ার থানাতে FIR দায়ের করা হয়েছে যুব তৃণমূলের পক্ষ থেকে। 

শাসক দলের দাবি, বিজেপি বাংলা দখল করতে না পেরে এমন হতাশা থেকে নতুন রাজ্যের দাবি। অন্যদিকে রাজ্যের আর এক বিরোধী দল সিপিআইএম নেতা তথা প্রাক্তন যাদবপুরের বিধায়ক সুজন চক্রবর্তী ধিক্কার জানিয়েছেন এমন দাবীর। কিন্তু উল্লেখযোগ্য রাজ্য বিজেপি এই দাবি পুরোটাই নাসাৎ করে বিজেপি রাজ্য নেতা জয়প্রকাশ মজুমদার বলেছেন এই দাবীর সাথে দলের কোনও সম্পক নেই। বিজেপি এই বাংলা ভাগের বিরুদ্ধে!  
  • Published on:
  • 22/06/2021 18:46
  • Published By: BIPRADIP DAS(Editor) 


Share This

0 Comments: