ফাইল চিত্র- |
নিজস্ব সংবাদদাতাঃ সংযুক্ত মোর্চার তরফে একমাত্র বিধায়ক হয়েছেন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নওসাদউদ্দিন সিদ্দিকি। এদিকে বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি নেই। বিধানসভা কমিটিতে স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে আইএসএফ বিধায়কের জন্য জায়গা তৈরি হয়েছে কিন্তু ডাকা হলো না তাকে! সিদ্দিকি সাহেবের বক্তব্য, “বৈঠকে আমাকে অফিসিয়ালি কোনও কল, মেইল বা টেক্সট করে আসার জন্য জানানো হয়নি। যেহেতু আমাকে জানানো হয়নি, তাই আমিও বৈঠকে যাচ্ছি না। তবে এই বিষয়টা নিয়ে আমি স্পিকার মহাশয়কে জানাব। আমি সংযুক্ত মোর্চার একমাত্র নির্বাচিত প্রতিনিধি। তাই আমার প্রতি কেন এই বঞ্চনা হচ্ছে, তা জানার চেষ্টা করব। বিভিন্ন সময়ে বিভিন্ন কাজে আমাকে সাইড করে দেওয়া হচ্ছে। কেন এটা হচ্ছে, তা জানার চেষ্টা করব।”
রাজনৈতিক মহলের মতে সর্বদল বৈঠকে একটি দলের প্রতিনিধি ডাক না পাওয়া নজিরবিহীন বলেই মনে করছেন। এদিকে সেই বৈঠকে বিজেপি পক্ষ থেকে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা, মিহির গোস্বামী, বিমান ঘোষ, অম্বিকা রায় ও সুদীপ মুখোপাধ্যায় প্রতিনিধি থাকবে, তারা ভ্যাক্সিন কান্ড নিয়ে সরব হবে বলে জানা গেছে।
- Published on:
- 28/06/2021 12:48
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
রাজনীতি
0 Comments: