ফাইল চিত্র- |
নিজস্ব প্রতিনিধিঃ একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল জিতে আবার বাংলার মসনদ দখলে বাজিমাত করেছেন মমতা। কিন্তু সমস্যা হল, মমতা যে নন্দীগ্রাম আসনে দাঁড়িয়ে ছিলেন! সেই আসনে হেরেছেন তৃণমূল ত্যাগী বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর কাছে। এখন আইন বলছে, যেহুতু মমতা হেরেছে কিন্তু তৃণমূলের বাকি আসন বাজিমাত করেছে সেক্ষেত্রে মমতাকে বাংলার মুখ্যমন্ত্রী আসন ধরে রাখতে গেলে অন্য কোনো কারোর ছেড়ে দেওয়া আসনে জিতে আসতে হবে। সংবিধান অনুসারে, সরকার গঠনের ৬ মাসের মধ্যে জিতে না আসতে পারলে অন্য কোন নিজের দলের বিধায়ককে(MLA) মুখ্যমন্ত্রীর আসনে বসাতে হবে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উপ-নির্বাচন -এর জন্য প্রধানমন্ত্রী মোদীকে অনুরোধ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নে বৈঠক করে জানিয়েছেন, “উপনির্বাচনের জন্য বেশি দিন দেওয়ার প্রয়োজন নেই। আমরা প্রস্তুত আছি।” এছাড়াও বৈঠকে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে বলেছেন, “আমি তো শুনেছি প্রধানমন্ত্রীর সবুজ সঙ্কেত নির্বাচন কমিশন না পেলে উপনির্বাচনের অনুমতি দেবে না আমাদের। তাই আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আমাদের উপনির্বাচনটা ক্লিয়ার করে দিন প্লিজ।”
- Published on:
- 23/06/2021 23:36
- Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: