বুধবার, ৩০ জুন, ২০২১

ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমে

ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমে
নিজস্ব চিত্র- 

বিশ্বজিৎ মন্ডল,মালদাঃ একদিকে লকডাউন তার ওপরে ইয়াস ঘূর্ণিঝড়ের প্রভাবে মালদায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আমে। চাষিদের মাথায় হাত কি করে আম রপ্তানি হবে তা নিয়ে সুচিন্তা দিতে পারছে না আম চাষি থেকে ব্যবসায়ীরা। আমের ক্ষতির ফলে চরম দুশ্চিন্তায় পড়েছে মালদার আম চাষীরা। প্রশাসন সূত্রে জানা গিয়েছে মালদা জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে ফলে আম ও অন্য শাকসবজি যেপরিমাণের ক্ষতি হয়েছে তাই একটা প্রাথমিক ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করছে জেলা প্রশাসন।  আজকের মালদা গৌড়ের উত্তররানতে বলতে গেলে আসবে রাজ কাহিনী, স্বাধীনতা সংগ্রামে টানা লোক ডাউন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে বিভিন্ন জেলার মত মালদা জেলার ও বহু শ্রমিক কর্মসংস্থান ও পেটের দায়ে ভিন রাজ্যে কাজে পাড়ি দিয়েছে। 

পড়েছে সমস্যাই এখন কেমন আছেন তারা বাড়ি ফিরে কি করবেন। মালদার ফজলি রসশত বিখ্যাত এই আমের জনপ্রিয়তা গোটা বিশ্ব জুড়ে। শোনা যায় মালদার আমের  স্বাধে হে মুগ্ধ হুমায়ুন গৌড় বঙ্গের নাম দেন জান্নাতাবাদ। অনেকেই বলেন শেরশাহের সঙ্গে যুদ্ধের সময় গৌড় বঙ্গের আম বাগানে আস্তানা। হুমায়ুন সেই সময় আমের মৌসুম সুস্বাধু সুমিষ্ট আম খেয়ে মুগ্ধ হুমায়ুন। আরো ছয় মাস গৌড়বঙ্গ থেকে গিয়েছিলেন। জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশন প্রাপ্ত ফজলি বিশ্বের বিভিন্ন দেশের সমাদৃত। এছাড়া লক্ষণভোগ হিমসাগর অন্তত আড়াইশো প্রজাতির আম চাষ হয় এই জেলায়। উদ্যানপালন দপ্তর সূত্রের দাবি 31 হাজার হেক্টর জমিতে আম চাষ হয়। মালদার অর্থকারী ফসল আম কিন্তু বহু প্রাচীন এই ফসল পরিচর্যা করতে গিয়ে নানা সমস্যার মুখোমুখি হতে হচ্ছে আম চাষিদের।  

Published on:
30/06/2021 16:56
Published By: BIPRADIP DAS(Editor) 

Share This

0 Comments: