ফাইল চিত্র- (কোভিশিল্ড) |
নিজস্ব সংবাদঃ রাজ্যে এখন করোনার দ্বিতীয় টিকার আকাল লেগেছে! পাওয়া যাচ্ছে না জেলায় জেলায় টিকার দ্বিতীয় ডোজ! এদিকে রাজ্য সরকার মোদী সরকারের বিরুদ্ধে অভিযোগ করছে, কেন্দ্র ঠিক মতো টিকা রাজ্যে পাঠাচ্ছে না, রাজ্যের স্বাস্থ্যভবন কেন্দ্রীয় সরকারকে জানিয়েছে, রাজ্যে এখনও করোনার দুই টিকা কোভিশিল্ড ও কোভ্যাক্সিন মোট ৮ লক্ষ ৪৩ হাজার ৮৪৭ জন পাননি।
কেন্দ্র কোভিশিল্ডের দু’টি টিকার মধ্যে ব্যবধান ১২ থেকে ১৬ সপ্তাহ করেছে। অন্য দিকে কোভ্যাক্সিনের দু’টি টিকার মধ্যে ব্যবধান ৪ থেকে ৬ সপ্তাহ। রাজ্যের স্বাস্থ্য ভবন জানিয়েছে, রাজ্যে ১২ থেকে ১৬ সপ্তাহের মধ্যে কোভিশিল্ডের দ্বিতীয় টিকা বাকি রয়েছে ৪ লক্ষ ৭৯ হাজার ৪৬২ জনের অন্যদিকে সূত্র অনুযায়ী ১৬ সপ্তাহের উপর দ্বিতীয় টিকা বাকি রয়েছে ২ লক্ষ ২২৩ জনের। রাজ্যে এখনও কোভিশিল্ডের মোট দ্বিতীয় টিকা বাকি রয়েছে ৬ লক্ষ ৭৯ হাজার ৬৮৫ জনের।
- Published on:
- 30/06/2021 10:05
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
করোনা সংবাদ
0 Comments: