বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

পয়লা জুলাই থেকে সরকারি ও বেসরকারি বাসে ৫০% যাত্রীর ক্ষেত্রে ছাড়

পয়লা জুলাই থেকে সরকারি ও বেসরকারি বাসে ৫০% যাত্রীর ক্ষেত্রে ছাড়
ফাইল চিত্র- 


সজল দাশগুপ্তঃ পয়লা জুলাই থেকে সরকারি এবং বেসরকারি বাস গুলি 50% যাত্রী নিয়ে চলাচলের ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। তবে বাস মালিকরা জানাচ্ছে পেট্রোলের দাম ক্রমশ ঊর্ধ্বমুখী, তাই সেই ক্ষেত্রে 50% যাত্রী নিয়ে বাস চলাচল করলে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হতে পারেন বাস মালিকরা। এমনিতেই করো না পরিস্থিতির কারণে অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে চলছেন তারা। 

যাত্রীসংখ্যা যদি বেশি না হয় সেই ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষতির সম্মুখীন হবেন তারা। পয়লা জুলাই সকাল থেকেই দেখা যাচ্ছে পর্যাপ্ত বাস নেই বাস স্ট্যান্ড গুলিতে,অনেকক্ষণ স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকার পর বাস মিলছে যাত্রীদের। এই সমস্যা শুধু কলকাতার নয় কলকাতার আশেপাশে সমস্ত জেলাগুলির ক্ষেত্রেও একই। কিছু বাস যাত্রী অভিযোগ করছেন অধিকাংশ বাস 50 শতাংশের বেশি যাত্রী নিয়ে যাত্রা করছে।

  • Published on:
  • 01/07/2021 15:01
  • Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: