বৃহস্পতিবার, ১৫ জুলাই, ২০২১

সত্যি কি করোনা ছড়ানোর জন্য মূলত দায়ী পর্যটকরা?

সত্যি কি করোনা ছড়ানোর জন্য মূলত দায়ী পর্যটকরা?
ফাইল চিত্র- 

সজল দাসগুপ্তঃ সম্প্রতি একটি হাওয়া চলছে করণা ছড়ানোর জন্য মূলত দায়ী পর্যটকরা। যথেষ্ট তাৎপর্যের বিষয় হলো বুধবার দিন দার্জিলিং শহরে করোনা আক্রান্ত হয়েছে মাত্র তিনজন। বুধবার দিন গোটা দার্জিলিং জেলায় করণা আক্রান্ত হয়েছেন 71 জন। 71 জন এরমধ্যে 52 জন সমতল এলাকার বাসিন্দা। শিলিগুড়ি শহরে বুধবার দিন করোনা আক্রান্ত 29 জন। অপরদিকে কার্শিয়াং , মিরিক এলাকায় কোন করণা আক্রান্তের হদিস মেলেনি। অপরদিকে সুখিয়াপক রি , বিজন বাড়ি এলাকায় যেখানে পর্যটকরা কম যান সেইসব স্থানগুলিতে করণা আক্রান্তের হদিস মিলেছে। সুতরাং পরিষ্কার বোঝা যাচ্ছে করণা ছড়ানোর পিছনে শুধুমাত্র পর্যটকরা দায়ী নয়, প্রতিদিন যেভাবে বাস গুলিতে বাদুড়ঝোলা ভিড় হচ্ছে, রাজনৈতিক ঘটনা নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে, রাস্তাঘাটে ক্রমশ মানুষের ভিড় বাড়ছে এগুলো কিন্তু প্রকৃতপক্ষে করণা ছড়ানোর পিছনে দায়ী। তাই শুধুমাত্র পর্যটকদের ওপর দোষ চাপালে হবে না, সকলকে সজাগ থাকতে হবে তাহলেই একমাত্র করোনাভাইরাস কে আটকানো সম্ভব হবে।

  • Published on:
  • 15/07/2021 14:15
  • Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: