চিত্র- বেনাপল বর্ডার |
নিজস্ব সংবাদদাতাঃ গত ২৬ এপ্রিল থেকে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ! বাংলাদেশ ৩১ জুলাই পর্যন্ত এই করোনা ভাইরাস পরিস্থিতিতে ভারতের সাথে সীমান্ত বন্ধ থাকবে। যে মেয়াদ ছিলো তা আরও ১৭দিন বাড়ানো হলো। গত মঙ্গলবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমনটাই ঘোষণা জারি হয়েছে। কিন্তু, বাংলাদেশিদের নিজের দেশে ফেরার ক্ষেত্রে সপ্তাহে তিন দিন যথাযথ কাগজ দেখিয়ে বেনাপোল, আখাউড়া, হিলি, দর্শনা ও বুড়িমারী বর্ডার দিয়ে আগের যে নিয়ম ছিলো তা মেনে আসতে পারবে।
- Published on:
- 14/07/2021 17:30
- Published By: BIPRADIP DAS (Editor)
Categories:
বাংলাদেশ
0 Comments: