সোমবার, ১২ জুলাই, ২০২১

রথযাত্রার বিস্তারিত জানুন এই প্রতিবেদনে

রথযাত্রার বিস্তারিত জানুন এই প্রতিবেদনে
ফাইল চিত্র- 


নিজস্ব সংবাদদাতাঃ আজ ১২ -ই জুলাই সকাল ৭.২২ মিনিটে এবং শেষ ১৩ জুলাই সকাল ৭.১৫ মিনিটে। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসবের মধ্যে অন্যতম আর এক হল ধর্মীয় উৎসব রথযাত্রা! জগন্নাথ, শুভদ্রা ও বলভদ্রর জন্য তিনটি রথ তৈরি করা হয়। এদিন জগন্নাথ, বলরাম এবং শুভদ্রা- এই তিন দেবতাকে স্নান করিয়ে রথে চাপিয়ে মাসি বাড়ি নিয়ে যাওয়া হয়! রথযাত্রা উপলক্ষে, মহাপ্রভুর দর্শন হওয়া খুব শুভ বলে বিবেচিত। যা দেখার জন্য ফি বছর ভিড় জমান লক্ষ লক্ষ ভক্ত ও দর্শনার্থী। এটা বিশ্বাস করা হয় যে, কোনও ব্যক্তি যদি রথযাত্রায় পূর্ণ নিষ্ঠার সঙ্গে অংশ নেন, তাহলে জন্ম ও মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে উঠতে পারেন তিনি।  

কথিত আছে, জগন্নাথদেব( জগৎ -এর যে নাথ) শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে রথে চড়ে দাদা বলরাম ও বোন সুভদ্রাকে দেখতে যান। সেইজন্যে ওই তিথি মেনেই গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেবের রথযাত্রার আয়োজন হয়। এই যাত্রাকে সোজা রথযাত্রা বলা হয়। এর ঠিক সাত দিন পর তার ফিরে আসা উল্টোরথ বলে পরিচিত। অনেকে মনে করেন, শ্রীকৃষ্ণের বৃন্দাবন ফিরে আসা স্মরণ করে রথযাত্রা উৎসব পালন হয়।

যে কাহিনীগুলো প্রায় শোনা যায়ঃ 

ওড়িশার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ডপুরাণ থেকে জানা যায়, এই রথযাত্রা উৎসব চলে আসছে সত্যযুগ থেকে। সেই সময়ে হঠাৎ একদিন মালব দেশের (ওড়িশা) রাজা ইন্দ্রদ্যুন্ম স্বপ্নাদেশ পেয়েছিলেন একটি বিষ্ণু মন্দির গড়ার। কিন্তু সেই মন্দির দেখতে কেমন হবে তাঁর বিশেষ ধারণা ছিল না। মন্দির স্থাপন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রার মূর্তি তৈরি করেন বিশ্বকর্মা। কিন্তু ইন্দ্রদ্যুন্ম অসন্তোষ প্রকাশ করায় মূর্তি নির্মাণ অসম্পূর্ণ রেখেই চলে যেতে হয় বিশ্বকর্মাকে।

  • Published on:
  • 12/07/2021 09:24
  • Published By: BIPRADIP DAS(Editor) 


Share This

0 Comments: