বৃহস্পতিবার, ১ জুলাই, ২০২১

প্রতিশ্রুতিঃ মালদা ইংলিশ বাজারের ব্রিজ কাজ হওয়ার শেষ মুখে

প্রতিশ্রুতিঃ মালদা ইংলিশ বাজারের ব্রিজ কাজ হওয়ার শেষ মুখে
নিজস্ব চিত্র- (পিছনে ব্রিজ) 

বিশ্বজিৎ মন্ডল, মালদা- এ.বি.এ গনি খান চৌধুরী প্রতিশ্রুতি দেওয়া কাজ সূচনা করলেন তৃণমূল মন্ত্রী বিধায়করা।  1998 সালে রেল মন্ত্রী থাকাকালীন মালদা ইংলিশ বাজারের কাজিগ্রাম পঞ্চায়েতের জতপ্রীতি গ্রামের একটি ভাগীরথী নদী অপর দিয়ে পাকা ব্রিজ করে দিয়ে যাওয়ার কথা বলে। নদীর দুই পাড়ে রয়েছে বেশ কয়েকটি গ্রাম, প্রতিদিনই সেই নদী দিয়ে পার হতো দুই থেকে তিন হাজার মানুষ।  

তিনি কথা দিয়ে যাবার পর অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিলেন। তারপরেও রাজনীতির মোটো শক্ত করতে ভোট প্রচারে পিছু হটেনি। পরে 2001 সালে অনেকটাই শয্যাশায়ী হয়ে পড়েছিলেন। 2006 সালে তাঁর মৃত্যু হয়। সেই সময়ই বাংলার অগ্নিকন্যা 34 বছরের বাম শাসন কে 2011 সালে পরাজিত করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

digital bandhan

মালদার কোন তৃণমূল বিধায়ক না থাকায় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন মালদার জনপ্রিয় নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কংগ্রেস ছেড়ে আশায় বাই ইলেকশনে করতে হয়। কৃষ্ণেন্দু বাবু জিতে মালদা থেকে মন্ত্রী হন। তিনি ভোট প্রচারে এসেছে আশ্বাস দিয়েছিলেন মানুষদের যে ভাগিরতি নদীর ওপর এক পাকা ব্রীজের কথাবলে গিয়েছিলেন আপনাদের আশা পূরণ করব 2016 সালের কৃষ্ণেন্দু বাবু হেরে যাই ।পরে ইংলিশ বাজার বিধায়ক হয় নির্দল প্রার্থী নীহাররঞ্জন ঘোষ। 


নিহার বাবু জিতার পরে তৃণমূলে এসে রাজ্যের মন্ত্রীদের সাথে কথা বলেন, তারপর 14.3.19 রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ এসে যতপৃথি ঘাটে আরসিসি বর পাইলিং 60 মিটার দৈর্ঘ্যের একটি ব্রিজ এর সূচনা করে 6 কোটি নয় লক্ষ 30000 টাকা ব্যয়ে এই ব্রিজ কাজ হওয়ার শেষ মুখে। তবে এলাকাবাসীর জানান তপু দেব আমাদের সবার মুখে হাসির জোগায়। বহু মানুষ এই ব্রিজের আশায় জন্ম স্তর থেকে দিন গুনে যাচ্ছিলেন আজ তাদের মুখে হাসি আর খুশি। 

  • Published on:
  • 01/07/2021 12:24
  • Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: