ফাইল চিত্র- |
সজল দাশগুপ্তঃ রাজ্য বিজেপি আবার চাপের মুখে, বিজেপির যুব মোর্চার সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সৌমিত্র খাঁ। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি ইস্তফার কথা জানান। তবে তিনি পরিষ্কার বলেছেন তিনি বিজেপিতে থাকবেন। যুব মোর্চা পদ থেকে ইস্তফা দেওয়ার পর আক্রমণাত্মক মেজাজ এ তিনি পরিষ্কার বলে দিলীপ ঘোষ অর্ধেক কথা বোঝেন অর্ধেক কথা বোঝেন না। শুভেন্দু অধিকারী সম্পর্কে তিনি বলেছেন বিজেপিতে সুবিধা ভোগ করার জন্য এসেছে শুভেন্দু অধিকারী। বিশিষ্ট মহল থেকে জানা গিয়েছে মন্ত্রী হতে না পারার অবসাদে বিজেপির রাজ্য যুব মোর্চার পক্ষ থেকে ইস্তফা দিয়েছেন সৌমিত্র খাঁ। বেশ কয়েকবার মন্ত্রী হিসেবে তার নাম তলব করা হয় , পরে অবশ্য বাতিল হয়ে যায়। মূলত এই অবসাদে রাজ্য যুব মোর্চার সভাপতির পদ থেকে পদত্যাগ করলেন তিনি। তিনি পরিষ্কার করে বলেন মাঠে-ঘাটে থাকা লোক তিনি, কোন লোভ নেই তার এই জন্য আজও তার একতলা বাড়ি। বিজিপি তে সাধারণ কর্মী হিসেবে কাজ করবেন, কোন রকম সুবিধা ভোগ করার জন্য বিজেপিতে যোগদান করেননি তিনি। তার এমন মন্তব্যে রীতিমতো অস্বস্তিতে রাজ্য বিজেপি। এই নিয়ে একটি বৈঠক ডাকা হয়েছে বুধবার সন্ধ্যায়।
- Published on:
- 07/07/2021 21:23
- Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: