সোমবার, ৫ জুলাই, ২০২১

প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন IPS সুলতান সিং


প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন IPS সুলতান সিং
ফাইল চিত্র- 

নিজস্ব সংবাদদাতাঃ প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন IPS সুলতান সিং। রাজনীতির প্রথমে কংগ্রেসের টিকিটে হাওড়া থেকে লোকসভা নির্বাচনে লড়েছিলেন কিন্তু ওখানে তার ঠিক টিকে থাকতে পারেননি পরে তৃণমূলে যোগ দেন। ২০১১ সালে তৃণমূলের টিকিটে বালি থেকে বিধানসভা নির্বাচনে জয়ী হন। এদিকে ২০১৬ সালে তাঁকে আর টিকিট দেননি দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকেই তৃণমূল নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি হয়েছিল।  

Digital Bandhan Bankura

তারপর রাজনীতি থেকে পুরোপুরি সরে যান, বহুদিন যাবৎ ক্যান্সারে আক্রান্ত ছিলেন তারপর গতকাল শনিবার রাতে কলকাতার ইএম বাইপাসের ধারে বেসরকারি হাসপাতালে মৃত্যু হয়। মৃত্যুকালীন বয়স ছিল ৭৬ বছর। সুলতান বাবুর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোক প্রকাশ করে লিখেছেন, ‘তৃণমূলের প্রাক্তন বিধায়ক তথা প্রাক্তন IPS আধিকারিক সুলতান সিংয়ের প্রয়াণে শোকাহত। তাঁর পরিবার ও শুভাকাঙ্খীদের জন্য রইল সমবেদনা। জনসেবায় তাঁর অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’ 


  • Published on:
  • 05/07/2021 10:03
  • Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: