ফাইল চিত্র- |
সজল দাশগুপ্তঃ গোটা দেশে বাড়লো আমুল দুধের দাম। লিটার প্রতি দু টাকা করে বেড়েছে দাম। গতকাল থেকে গোটা দেশে নতুন দাম কার্যকর হয়েছে। আমুল দুধ প্রস্তুতকারী সংস্থা জানিয়েছে পরিবহন খরচ বেড়ে গেছে, সাথে সাথে বেড়েছে উৎপাদন খরচ, বৈদ্যুতিক খরচ, তাই আমুল দুধের সমস্ত ব্র্যান্ডের দাম বাড়ানো হয়েছে গতকাল থেকে। প্রসঙ্গত 1 বছর 7 মাস বাদে আবার দাম বাড়লো আমুল দুধ প্রস্তুতকারী সংস্থা। করণা মহামারীর কারণে প্রচুর মানুষের হাতে কাজ নেই অর্থনৈতিক বিপর্যয়ের মধ্য দিয়ে যাচ্ছে মানুষ তার মধ্যে বেড়েই চলেছে ক্রমাগত নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম। আমুল দুধ এর চাহিদা সাধারণ মানুষের কাছে সবচাইতে বেশি সুতরাং আমুল দুধের মূল্য বৃদ্ধি হওয়ার ফলে যথেষ্ট চিন্তিত সাধারণ মানুষ।
- Published on:
- 02/07/2021 12:45
- Published By: BIPRADIP DAS (Editor)
0 Comments: