সোমবার, ৫ জুলাই, ২০২১

রবিবার মানেই রক্তদানের বার!

লায়ন্স পান্ডুয়ার ক্যালেন্ডারে রবিবার মানেই রক্তদানের বার।
চিত্র- পান্ডুয়া লায়ন্স ক্লাব 


রুপাঞ্জন রায়ঃ  লায়ন্স পান্ডুয়ার ক্যালেন্ডারে রবিবার মানেই রক্তদানের বার। এর ব্যতিক্রম ঘটে নি জুলাই এর প্রথম রবিবারেও। থ্যালাসেমিয়া আক্রান্ত কিশোর সুদীপ মাঝির সারা বছরের রক্তের দায়িত্ব নিতে তার মারশীট গ্রামের গ্রীন ভলেন্টিয়ার দের সাথে গাট ছরা বেঁধে কোঠারি ব্লাড ব্যাংকের সঙ্গে  একটি রক্তদান শিবির আয়োজন করেন।মারশীট প্রাথমিক বিদ্যালয়ের এই শিবিরে ৫০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। এছাড়াও এই দিন এলাকার বাসিন্দাদের নিয়ে  থ্যালাসেমিয়া রোগ কি এবং এর প্রতিকার কি এ বিষয়ে একটি বিশেষ আলোচনা সভা আয়োজন করা হয়। সভায় বক্তব্য রাখেন ক্লাব সভাপতি লায়ন সৌরিশ মন্ডল। এলাকার বিশিষ্ট সমাজসেবী রাজা মুখার্জীর তত্ত্বাবধানে এই ক্যাম্পে সমাজের বিভিন্ন শ্রেনীর বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত হয়েছিলেন।

  • Published on:
  • 05/07/2021 23:31
  • Published By: BIPRADIP DAS (Editor) 


Share This

0 Comments: