শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

Kabul Blast: ফের আত্মঘাতী বিস্ফোরণ কাবুলে, আটকে ২১০ জন ভারতীয়

Kabul Blast: ফের আত্মঘাতী বিস্ফোরণ কাবুলে, আটকে ২১০ জন ভারতীয়
কাবুল বিস্ফোরণের পর 


সজল দাশগুপ্তঃ বৃহস্পতিবার পরপর তিনটি আত্মঘাতী বিস্ফোরণের ঘটনা ঘটেছে আফগানিস্তানের কাবুলে বিমানবন্দরে। এখনো কাবুলে আটকে রয়েছেন 210 জন ভারতীয়। এ ঘটনার পর তাদের নিজের দেশে ফেরার সম্ভাবনা আরও দীর্ঘায়িত হবে এই কথা বলা বাহুল্য। বৃহস্পতিবার তিনি কথা ছিল কাবুলে আটকে থাকা ভারতীয়দের নিজেদের দেশে ফিরিয়ে নিয়ে আসা হবে। তবে অপ্রত্যাশিত বিস্ফোরণের ঘটনার ফলে সেই সম্ভাবনা আরো পিছিয়ে গেল। 

কাবুলে আত্মঘাতী বিস্ফোরণে ঘটনাতে মোট 15 জন মার্কিন সেনা নিহত হয়েছে, প্রচুর আফগানিস্তানের নাগরিক মারা গিয়েছেন। যার তালিকায় শিশু ও মহিলা রয়েছে। এছাড়া কাবুল বিমানবন্দরে পাহারারত তালিবানিরা গুরুতরভাবে জখম হয়েছেন। কাবুলে আটকে পড়া শিখ সম্প্রদায়ের একজন শিক্ষক ভারতীয় সংবাদমাধ্যমকে জানিয়েছেন তারা বর্তমানে কাবুল থেকে 10 কিলোমিটার দূরে একটি গুরুত্ব আরে আশ্রয় নিয়েছেন। এবং তারা সেখানে নিরাপদে রয়েছেন। তবে এই কথা স্পষ্ট তাদের দেশে  ফেরার সম্ভাবনা আরো পিছিয়ে গেল। আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘটনা প্রসঙ্গে কড়া বার্তা দিয়েছেন যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের উচিত শিক্ষা দেওয়া হবে। কাবুল বিমানবন্দরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

National Computer Training Institute(NCTI)

  • Published on
  • 27/08/2021 18:22
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: