বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১

দিল্লির বিধায়করা মাসিক মাহিনা কত পায় জানেন?

news-bharat-bangla-patrika-bidhan-sova-bhaban
বিধানসভা ভবন 

নিজস্ব সংবাদঃ বিভিন্ন রাজ্যের বিধায়কের মাসে কত বেতন পান তা অনেকের অজানা। বর্তমানে সবচেয়ে কম বেতন পান দিল্লির বিধায়করা, তবে দিল্লি বিধায়কের বেতন বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। বর্তমানে দিল্লির বিধায়করা বেতন পান 12000 টাকা ভাতা  পান 42 হাজার টাকা । প্রস্তাবিত বেতন হলে বেতন হবে 30 হাজার টাকা ভাতা হবে 90 হাজার টাকা। সবচেয়ে বেশি বেতন পান তেলেঙ্গানার বিধায়করা, পাশে 2.25 লক্ষ টাকা বেতন পান তারা। এর পরেই আছে উত্তরাখণ্ড , উত্তরাখণ্ড এর বিধায়কের বেতন ও ভাতা মিলিয়ে পান 2 লক্ষ টাকা। পশ্চিমবঙ্গের বিধায়করা ভাতা ও বেতন মিলিয়ে পান 82 হাজার টাকা।

  • Published on
  • 05/08/2021 10:58
  • Published By: BIPRADIP DAS (Editor)

Share This

0 Comments: