সোমবার, ১৬ আগস্ট, ২০২১

আফগানে তালিবান শাসনে বাংলাদেশী মুসলিমরা খুশী, বাংলাদেশকেও তালিবানি শাসনে কায়েম করতে চায়

আফগানে তালিবান শাসনে বাংলাদেশী মুসলিমরা খুশী, বাংলাদেশকেও তালিবানি শাসনে কায়েম করতে চায়
তালিবানি শাসন 

নিউজ ভারত বাংলা ডেস্কঃ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মিডিয়ার ফেসবুক পেজে তালিবান তথা আফগানিস্তানকে যত নিউজ করা হয়েছে তার সমিক্ষা করা হলে দেখা যাবে, বাংলাদেশী মুসলিমদের খুশির মেজাজের প্রমান, তালিবান জঙ্গিদের প্রতি লাভ রিয়েক্টের সংখ্যা অনেক গুন বেশি। এতে খুব সহজেই বোঝা যাচ্ছে, আফগানিস্তানে তালিবানি শাসন নিয়ে বাংলাদেশে মুসলিম জনগণ অনেক খুশী।  

বাংলাদেশের নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এ এন এম মুনীরুজ্জামান ওপার বাংলার এক সংবাদ-মাধ্যমকে জানিয়েছেন, "বাংলাদেশে জঙ্গিবাদের জন্ম হয় আফগান জিহাদফেরত যোদ্ধাদের হাত ধরে। বাংলাদেশ থেকে অনেক লোকজন আফগানিস্তানে যুদ্ধে অংশগ্রহণ করেছেন, তাদের মতাদর্শে দীক্ষিত হয়েছেন এবং সামরিক প্রশিক্ষণ পেয়েছেন। এবং তারা আবার প্রশিক্ষণ সেড়ে এসে দেশে ফিরে বাংলাদেশে তালেবান শাসন কায়েমের স্বপ্নও তাঁরা দেখেছেন ইতিমধ্যে। তখন তাঁদের স্লোগান ছিল ‘আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান।’ আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল এই গোষ্ঠীকে আবার নতুন করে উজ্জীবিত করতে পারে।  

  • Published on
  • 16/08/2021 17:42
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: