সোমবার, ১৬ আগস্ট, ২০২১

জানুন! তালিবান জঙ্গিদের শাসনের কি কি নিয়ম মানতে হবে?

 

জানুন! তালিবান জঙ্গিদের শাসনের কি কি নিয়ম মানতে হবে?
তালিবানি শাসনের নিয়ম-কানুন 

  1. পুরুষদের পোশাকে পরিবর্তন হবে জিন্স প্যান্ট শার্ট এসব পরা যাবে না। সব সময় পাঞ্জাবি এমন পোশাক পড়তে হবে। দাড়ি রাখা বাধ্যতমূলক না রাখলে মৃত্যু শাস্তি।
  2. ১০ বছর বয়স হলেই মেয়েদের হিজাব পরা বাধ্যতামূলক। হাতের নখ পর্যন্ত যাতে না দেখা যায় তার জন্য হাত এ হ্যান্ড গ্লাভস পরতে হবে।
  3. বয়ঃসন্ধিকাল (ঋতুচক্র) শুরু হলেই মেয়েদের বিবাহ করা যাবে ( ১৩) বছর। বিয়ের জন্য ১৮ বছর ওই নিয়ম চলবে না।
  4. বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে মহিলারা যেতে পারবে না। অন্যথায় কপালে মৃত্যুদণ্ড জুটতে পারে।
  5. মহিলারা চাকরি করতে পারবেন না।
  6. স্বামীর সেবা হবে মহিলাদের একমাত্র কাজ। স্বামীর পায়ের তলায় জান্নাত এই বিশ্বাস রাখতে হবে এবং স্বামীর মুখের ওপর কিছু বলা যাবে না।
  7. জন্ম নিয়ন্ত্রণ করা যাবে না। সিজার নিষিদ্ধ।
  8. নাটক,সিনেমা, গান বাজনা, কেবল টিভি সব বন্ধ।
  9. প্রেম করা সম্পূর্ন ভাবে নিষিদ্ধ।
  10. মূর্তি পূজা সম্পূর্ন ভাবে বন্ধ।
  11. নাস্তিক এবং অমুসলিমদের হত্যা বৈধ।
  12. সুন্দরী কোনো বিধবা মহিলাদের তালিবানদের পছন্দ হলে তাকে যৌন দাসী হিসাবে নিয়ে যেতে পারে। 
এর মধ্যে একটাও নিয়ম যদি কেউ না মানতে চায় বা ভুল করে ফেলে তাকে প্রকাশ্য দিবালোকে হাঁটু গেড়ে বসিয়ে গলা কেটে হত্যা করা হবে।
  • Published on:
  • 16/08/2021 16:40
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: