বৃহস্পতিবার, ১৯ আগস্ট, ২০২১

গণতন্ত্রের সরকার নয়! হবে ইসলামিক সরকার, না মানলেই কঠোর শাস্তি

গণতন্ত্রের সরকার নয়! হবে ইসলামিক সরকার, না মানলেই কঠোর শাস্তি
তালিবান-রাজ 

সজল দাশগুপ্তঃ আফগানিস্তানে গণতন্ত্রের সরকার প্রতিষ্ঠিত হচ্ছে না, হবে ইসলামিক সরকার এই কথা স্পষ্ট জানিয়ে দিল তালিবান সম্প্রদায়। তালিবান সূত্রে জানানো হয়েছে কাউন্সিলর এর মাধ্যমে দেশ পরিচালনা করা হবে। দেশে ইসলামিক সরকার গঠন করা হবে। সংবাদসংস্থা রয়টার্স সূত্রে খবর পাওয়া গিয়েছে  তালিবানি প্রতিনিধিরা প্রাক্তন বায়ু সেনা কর্মী ও সেনা  কর্মীদের সাথে সাক্ষাৎ করে অনুরোধ জানাবেন তারা যেন তালিবান সরকারের অধীনে কাজ করেন। তবে এই বিষয়ে সংশয় দেখা দিয়েছে, কারণ গত কুড়ি বছর ধরে তালিবানি জঙ্গি গোষ্ঠী প্রচুর আফগান সেনা হত্যা করেছে। তাই তালিবানদের অনুবাদ মানার ক্ষেত্রে কতখানি সম্মতি প্রকাশ করবেন আফগান সেনারা এখন সেই বিষয়ে দেখার।

গত ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত দেখেছে তালিবানি জঙ্গির শাসনকাল। তালিবান চায় তাদের সরকার শরিয়ত আইন মেনে অথাৎ ইসলামিক আইন মেনে। যেমন, মেয়েদের সব সময় বোখরা-হিজাব পড়তে, এমন ভাবে কথা বলতে হবে যেন পাশের পুরুষ না শোনে! একা বের হওয়া যাবেনা, চাকরি করা যাবেনা, স্কুল-কলেজে পড়াশুনা মেয়েদের জন্য বন্ধ! ১৮ বছর বয়স হলেই তাকে বিয়ে দিয়ে দিতে হবে তালিবান জঙ্গিদের সাথে। স্বামীর মুখের উপর কথা বলা বন্ধ! এগুলোর একটাও অমান্য করলেই হবে কঠোর শাস্তি।   

  • Published on:
  • 19/08/2021 17:47
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: