সোমবার, ২ আগস্ট, ২০২১

পাকিস্তানে করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী

পাকিস্তানে করোনা সংক্রমণ আবার ঊর্ধ্বমুখী
ফাইল চিত্র- 


সজল দাশগুপ্তঃ পাকিস্তানে আবার করোনা সংক্রমণ ক্রমশ ঊর্ধ্বমুখী, সেই কারণে পাকিস্তানের সিন্ধু প্রদেশের করাচি এলাকায় গতকাল থেকে লকডাউন শুরু হয়েছে। আগামী আটই আগস্ট পর্যন্ত লকডাউনের মেয়াদ থাকবে। কেন্দ্রীয় সরকার এবং স্থানীয় ব্যবসায়ীরা এই লকডাউন এর চরম বিরোধিতা করেন। কিন্তু সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী জানান বর্তমানে সংলগ্ন এলাকায় ক্রমাগত আক্রান্তের সংখ্যা বাড়ছে তাই বাধ্য হয়ে লকডাউন করতে হচ্ছে। দোকানপাট বাজার ঘাট সমস্ত কিছু বন্ধ থাকবে আগামী আটই আগস্ট পর্যন্ত প্রায়। শুধুমাত্র অত্যাবশ্যকীয় পণ্য কে ছাড় দেওয়া হয়েছে। এছাড়া হোম ডিলিভারি কে লকডাউন এর বাইরে রাখা হয়েছে।

  • Published on: 
  • 02/08/2021 17:47
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: