বুধবার, ৪ আগস্ট, ২০২১

পরিস্থিতি অনুকূল না হওয়ার আমতা থেকেই ফিরতে হলো মমতাকে

পরিস্থিতি অনুকূল না হওয়ার আমতা থেকেই ফিরতে হলো মমতাকে
নিজস্ব চিত্র- 


সজল দাশগুপ্তঃ পরিস্থিতি অনুকূল না হওয়ার কারণে আমতা থেকে ফিরে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্যা পরিস্থিতি খতিয়ে দেখার জন্য হাওড়া ও হুগলির প্লাবিত এলাকা গুলি পরিদর্শন করার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দিন সকালে। সেইমতো তিনি আমতায় গিয়েছিলেন, চারিদিকে জলমগ্ন হয়ে আছে এলাকা। সাধারণ মানুষকে দুর্ভোগের মধ্যে দিন কাটাতে হচ্ছে। আমতা পরিদর্শন করার পর উদয়নারায়ণপুরে যাওয়ার কথা ছিল , কিন্তু পরিস্থিতি প্রতিকুল হওয়ার কারণে আমতা থেকে ফিরে আসতে হলো তাকে। 

পরিস্থিতির কিছুটা উন্নতি হলে শুক্রবার দিন খানাকুল পরিদর্শনে যাবেন বলে জানা গিয়েছে।আমতা তে গিয়ে মুখ্যমন্ত্রী জানান এই বন্যা হওয়ার পিছনে মানুষেরই হাত রয়েছে। ডিভিসি ইচ্ছাকৃতভাবে জল ছাড়ছে সেই কারণে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তিনি আরো জানান এই প্রসঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে তার। সাধারণ মানুষকে সাবধানে থাকার কথা বলেন তিনি। প্রশাসনিক অধিকারীদের নির্দেশ দেন সাধারণ মানুষের পাশে থাকার জন্য। এছাড়া ত্রাণ শিবির গুলিতে যাবতীয় পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি।

  • Published on:
  • 04/08/2021 17:41
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: