সোমবার, ২৩ আগস্ট, ২০২১

সীমান্ত জুড়ে কড়া নজর গ্রিস সরকারের

সীমান্ত জুড়ে কড়া নজর গ্রিস সরকারের
তুরস্ক সীমান্তে আটক আফগান শরণার্থীরা

নিজস্ব সংবাদঃ আশরাফ সরকার পতন হতেই আফগানের সাধারণ মানুষ তালিবান শাসন থেকে এড়াতে বিভিন্ন দেশে পাড়ি দেওয়া শুরু করেছে, কিন্তু স্বরণীয় বিষয়, ২০১৫ সালে ইউরোপের বিভিন্ন শহরে যুদ্ধবিধ্বস্ত সিরিয়া থেকে প্রায় ৯ লক্ষ শরণার্থী এসেছিল, সমুদ্র পেরোতে গিয়ে বহু মানুষ মারা গেছিলো, এবার সেই বিপদ এড়াতেই আশরফ গনি সরকারের পতনের পর আগে থেকে সীমান্তে ৪০ কিলোমিটার লম্বা প্রাচীর তুলে ফেলেছে গ্রিস। গ্রিস সরকারের মতে, তুরস্ক হয়ে গ্রিসে ঢুকবে আফগান সাধারণ মানুষ, তাই বসে থাকতে তারা মোটেই রাজি নয় গ্রিস সরকার। তাই কড়া নজরদারি শুরু হয়েছে সীমান্ত জুড়ে। 

  • Published on
  • 23/08/2021 11:39
  • Published By: BIPRADIP DAS (Editor)

Share This

0 Comments: