শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১

Kabul: কাবুলের বিস্ফোরণ ঘটনা প্রসঙ্গে ভারতের কড়া নিন্দা

Kabul: কাবুলের বিস্ফোরণ ঘটনা প্রসঙ্গে ভারতের কড়া নিন্দা
কাবুলের বিস্ফোরণের আহত মানুষ 


নয়া দিল্লিঃ কাবুল হামিদ কারজ়াই বিমানবন্দরের বাইরে বিস্ফোরণ ঘটনার কড়া নিন্দা করেছে ভারত! এইধরনের হামলার ঘটনা গোটা বিশ্বকে একজোট হওয়ার আহ্বান করেছে ভারত। সূত্র অনুযায়ী খবর, মোট পাঁচটি বিস্ফোরণ ঘটানো হয়েছে কাবুল বিমানবন্দরে। তালিবান জঙ্গি সংগঠনের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ জানান, এই ঘটনার সঙ্গে তারা কোনওভাবে জড়িত নন। আইসিসের নামক জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের সঙ্গে জড়িত থাকতে পারে। 

এরপরই আইসিসি জঙ্গি সংগঠন জানায়, আমেরিকার সেনাকে শিক্ষা দিতে আইসিসি জঙ্গি দল এই হামলা চালায়। এই ঘটনা প্রসঙ্গে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট সমালোচনা করেছেন এছাড়াও ভারতের বিদেশমন্ত্রকের তরফেও বিস্ফোরণের সমালোচনা করা হয়। বিদেশমন্ত্রকের তরফে বলা হয়, “আজকের এই হামলা আরও একবার সন্ত্রাসবাদ ও যারা জঙ্গিদের আশ্রয় দেয়। তাদের বিরুদ্ধে গোটা বিশ্বকে একজোট হয়ে দাঁড়ানোর প্রয়োজনীয়তাই বুঝিয়ে দিল।”

National Computer Training Institute(NCTI)
  • Published on:
  • 27/08/2021 09:42 
  • Published By: BIPRADIP DAS (Editor)

Share This

0 Comments: