সোমবার, ১৬ আগস্ট, ২০২১

তালিবানি জঙ্গিরা দেশের নাম প্রবর্তন করে দিলো, ভারত দেবে স্থান আফগান শরণার্থীদের


তালিবানি জঙ্গিরা দেশের নাম প্রবর্তন করে দিলো, ভারত দেবে স্থান আফগান শরণার্থীদের
মোল্লা বরদর আখুন্দ 


  • আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের টুইটার হ্যাকঃ 
আফগানিস্তানে ভারতীয় দূতাবাসের টুইটার হ্যাক করে প্রেসিডেন্ট আশরাফ গনিকে এই জটিল পরিস্থিতে দেশ ছাড়ার জন্যে তোপ দাগা হয়।

  • রক্তযুদ্ধ এড়াতেই আশরাফের দেশ ত্যাগঃ

এদিকে আশরফ গনি বলেছে, তার কাছে দুটো পথ খোলা ছিলো, তালিবানের সঙ্গে যুদ্ধ নয়ত দেশ ছেড়ে চলে যাওয়া। যদি যুদ্ধ করি তাহলে প্রচুর আফগান মানুষ মারা যাবেন কিন্তু তা আমি চাইনা তাই আফগান মানুষের প্রানের শান্তি বজায় রাখতে আমি দেশ ছাড়লাম, তালিবান জঙ্গিরা গায়ের জোরে জিতলেও, কোনও দিন সাধারণ আফগানিস্তানবাসীর মন জয় করতে পারবে না, 

  • দেশের নাম পরিবর্তনঃ 

আফগানিস্তানে তালিবান শাসন কায়েম হতেই, দেশের নাম পরিবর্তন করে দিলো, নতুন নাম রাখল, ‘ইসলামিক এমিরেট অফ আফগানিস্তান।’

  • ভারত স্থান দেবে আফগান শরণার্থীদেরঃ

নিজেদের প্রাণে বাঁচাতে দেশ ছাড়ছেন আফগান শরণার্থী, কানাডা ইতিমধ্যে জানিয়েছে, ২০ হাজার শরণার্থীকে তারা স্থান দেবে, ভারতও দেবে স্থান আফগান শরণার্থীদের।  

  • Published on:
  • 16/08/2021 09:53  
  • Published By: BIPRADIP DAS (Editor)

Share This

0 Comments: