বুধবার, ২৫ আগস্ট, ২০২১

মুখে উদারতার বার্তা দিলেও তালিবানের টার্গেট ভিন্ন

মুখে উদারতার বার্তা দিলেও তালিবানের টার্গেট ভিন্ন
তালিবান-রাজ 


নিজস্ব সংবাদঃ ফের ভোল বদল তালিবানের। মহিলাদের জন্য কঠোর ফতোয়া জারি। আফগান মহিলারা আপাতত কাজে যোগ দিতে পারবে না এমনটাই জারি করলো ফতোয়াতে, এদিকে তালিবানের মুখপাত্র জাবিদুল্লাহ মুজাহিদ বলেন, “এটা সাময়িক সিদ্ধান্ত আমাদের। তবে মহিলা সরকারি কর্মচারীরা যাতে কাজে ফিরতে পারেন, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। মহিলাদের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত না হওয়া অবধি তারা বাড়িতেই যেন থাকেন।”

Mobile Repairing Training Centre in Kolkata

কিন্তু ইতিহাসের দিকে তাকালে দেখা যাবে, ১৯৯৬ সালে আফগানে তালিবান ক্ষমতায় আসার পর মহিলাদের উপর বাহিরে বেরনো বা চাকুরি করা এ সবেতেই ছিলো নিষেধাজ্ঞ, এদিকে মানবাধিকার ও নারীশিক্ষা নিয়ে প্রশ্ন উঠেছিল। কিন্তু তালিবান এখন আফগান দখল করার পর বারবার দাবি করে এসেছে, ২০ বছর আগের তালিবান আর এখন তালিবানদের মধ্যে অনেক ফারাক আছে, আগে তালিবান জানত না, কীভাবে সরকার চালাতে হয়! তবে মহিলাদের চাকুরিতে যোগ দিতে গেলে শরিয়ৎ আইন মেনে অবশ্যই হিজাব পড়ে আসতে হবে।   

National Computer Training Institute (NCTI)

  • Published on:
  • 25/08/2021 10:43
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: