সোমবার, ২৩ আগস্ট, ২০২১

কাবুলিওয়ালা ভাইদের হাতে রাখি পড়ালো ভারতীয় বোনেরা

কাবুলিওয়ালা ভাইদের হাতে রাখি পড়ালো ভারতীয় বোনেরা
নিজস্ব চিত্র 

সজল দাশগুপ্তঃ কাবুলিওয়ালা ভাইদের হাতে রাখি পড়িয়ে সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হলেন ভারতীয় বোনেরা। জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকায় অবস্থিত কাবুলি কুঠিতে বসবাস করেন দাউদ মহম্মদ খান সহ বেশ কয়েকজন কাবুলিওয়ালা। বাবা দাদারা কর্মসূূত্রে এদেশে আসায় তাদের অনেকের জন্ম ভারতেই। অনেকেই দুই-তিন পুরুষ ধরে এদেশেই বসবাস করছেন। তা সত্ত্বেও তবুও নাড়ীর বাঁধন রয়ে গেছে আফগানিস্তানে। বর্তমান অস্থির পরিস্থিতিতে আফগানিস্তানে থাকা আত্মীয় পরিজনদের জন্য মন কাঁদছে তাদের। সেদেশে থাকা স্বজনদের সঙ্গে বেশ কয়েকদিন ধরে যোগাযোগ নেই তাদের। এজন্য কাবুলিওয়ালা‌দের মন অনেকটাই ভারাক্রান্ত। 

এমন পরিস্থিতিতে তাদের রাখি বন্ধনউৎসবে সামিল করতে এগিয়ে আসেন জলপাইগুড়ির সমাজসেবী অনুস্মিতা শর্মা ও তাঁর সঙ্গী সাথীরা। জলপাইগুড়ি শহরের নয়াবস্তি এলাকার কাবুলিওয়ালাদের রাখি পড়িয়ে মিষ্টিমুখ করিয়ে তাদের মনে একটু খুশির স্পন্দন জাগানো‌র চেষ্টা করে‌ন। অনুস্মিতা শর্মা বলেন, আফগানিস্তানে যে অস্থির পরিস্থিতি তৈরি হয়েছে প্রার্থনা করি শীঘ্রই যেন সব ঠিক হয়ে যায়। কাবুলিওয়ালা দাউদ মহম্মদ খান বলেন, রাখি বন্ধন উৎসব উপলক্ষে বোনেরা এসে আমাদের হাতে রাখি পড়িয়ে মিষ্টিমুখ করালেন। এতে আমরা সকলেই দারুণ খুশি। সকলের মঙ্গল কামনা করি। আফগানিস্তানে খুব তারাতারি শান্তি ফিরে আসুক এই কামনা করি।

  • Published on:
  • 23/08/2021 11:26
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: