রবিবার, ২২ আগস্ট, ২০২১

‘লক্ষ্মীর ভাণ্ডার’ লাইনে দাড়লেই পাওয়া যাচ্ছে ৫০০ টাকা

‘লক্ষ্মীর ভাণ্ডার’ লাইনে দাড়লেই পাওয়া যাচ্ছে ৫০০ টাকা
মাটির লক্ষ্মী ভাণ্ডার হাতে লাইন 


নিজস্ব সংবাদঃ রাজ্য জুড়ে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের শিবির হচ্ছে, আর তাতেই বাড়ছে লম্বা উপচে পড়া ভিড়। এরই মাঝে এক গ্রাম পঞ্চায়েত প্রধান তার সঞ্চিত অর্থ থেকে ৫০০ টাকা করে মাটির লক্ষ্মীর ভান্ডারে টাকা দিইয়ে বিতর্কের মধ্যে জড়ালেন, সূত্র অনুযায়ী খবর, তিনি চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের প্রধান হুমায়ুন রেজা চৌধুরী। সেদিন  চাঁপাতলা গ্রাম পঞ্চায়েতের গোসাইপুর এফপি স্কুলে ‘দুয়ারে সরকার’ প্রকল্পের শিবির আয়োজন করা হয়। 

এদিকে বিজেপি এই ঘটনা দেখে কটাক্ষ করে বলে, এই প্রকল্পের নিয়ম অনুযায়ী সবার আগে অ্যাকাউন্ট নম্বর নেওয়া হবে তারপর সরকারি ভাবে যাচাই হবার পর অনুমদিত হলে তখন সেই মহিলা তার লক্ষ্মীর ভান্ডারে ৫০০ কিংবা ১০০০ হাজার করে মাসিক ভাতা পাবে। কিন্তু সেই টাকা পাবার আগেই তৃণমূল প্রভাবিত করছে মানুষকে অগ্রিম টাকা দেওয়ার মাধ্যমে, কিন্তু এদিকে পঞ্চায়েত প্রধানের দাবি, দাবি, “এর মধ্যে কোনও রাজনীতি নেই বা মানুষকে প্রভাবিত করারও ব্যাপার নেই। শুধুমাত্র আমাদের নেত্রীকে উৎসাহিত করার জন্য এই কাজ করে চলেছি।”  

  •  Published on:
  • 22/08/2021 21:02
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: