বৃহস্পতিবার, ৯ সেপ্টেম্বর, ২০২১

তালিবানকে এখনিই স্বীকৃতি দেবেনা বাংলাদেশ, ফের ভারতের কূটনীতিক জয়

তালিবানকে এখনিই স্বীকৃতি দেবেনা বাংলাদেশ, ফের ভারতের কূটনীতিক জয়
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম


ঢাকাঃ তালিবান জঙ্গি সরকারকে এখনিই স্বীকৃতি দেবেনা বাংলাদেশ সরকার এমনটাই বলেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। শ্রীলঙ্কা ও ভুটানের পর এবার বাংলাদেশ ভারতের পাশে। মঙ্গলবার তালিবানের নেতৃত্বাধীন একটি অন্তর্বর্তী সরকার গঠনের ঘোষণা করে। ঘোষণার পরের দিন ঢাকার অবস্থান স্পষ্ট করলেন শাহরিয়ার আলম। এতে স্বাভাবিক ভাবে স্পষ্ট ভারতের কূটনীতিক শক্তি আরও শক্তিশালী হল। 

প্রতিমন্ত্রী বলেন, আফগানিস্তানের খাদ্য সংকট ও অন্যান্য বিষয় নিয়ে সংলাপে বসতে চায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশকে ওই সংলাপে আমন্ত্রণ জানানো হয়েছে। আফগানিস্তানের উন্নয়নে জাতিসংঘ বা ইইউ যদি কোনো উদ্যোগ নেয় তাতে বাংলাদেশের সমর্থন থাকবে। এখনো পর্যবেক্ষণ করছি পরিস্থিতি। আমরা অপেক্ষায় আছি স্থায়ী সরকারের। এটা অন্তর্বর্তীকালীন সরকার। স্থায়ী সরকার হতে সময় লাগবে। এটা একটা প্রক্রিয়ার ব্যাপার। এখানে নারীদের অংশগ্রহণ কতটা হচ্ছে দেখতে হবে। আমাদের ফোকাস এখনো শান্তি ও স্থিতিশীলতার দিকে। যুদ্ধটা পুরোপুরি থেমে যাক, এখনো যারা বিদেশি শুধু বাংলাদেশি নন, পৃথিবীর অন্যান্য দেশের যারা আছেন, তারা যেন সেখানে নিরাপদে থাকেন তা প্রত্যাশা করছি।

  • Published on:
  • 09/09/2021 10:01
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: