বুধবার, ৮ সেপ্টেম্বর, ২০২১

২৭শে সেপ্টেম্বর ভারত বনধ সিপিআইএমের

২৭শে সেপ্টেম্বর ভারত বনধ সিপিআইএমের
সিপিআইএমের পথ সভা (নিজস্ব চিত্র) 


সজল দাশগুপ্তঃ ২৭শে সেপ্টেম্বর ভারত বনধ এর সমর্থনে কেন্দ্রীয় সরকারের মানুষ মারা নীতির বিরুদ্ধে, দেশ বিক্রির চক্রান্তের প্রতিবাদ জানিয়ে, কালা কৃষি আইন বাতিলের দাবিতে  জলপাইগুড়ি জেলা শহরের  জুড়ে শহরের বিভিন্ন  মোড়ে  মোড়ে পথসভা অনুষ্ঠিত হচ্ছে সিপিআইএমের পক্ষ থেকে আজ জলপাইগুড়ি শহরের নেতাজি পাড়া মোড়ে অনুষ্ঠিত হয় পথসভা । এদিন কেন্দ্রীয় সরকারের ব্যাংক বীমা রেল সহ সমস্ত লাভজনক রাষ্ট্রায়ত্ত সংস্থা বেসরকারিকরণের প্রতিবাদে বক্তব্য রাখেন বিভিন্ন বক্তারা। সভায় সভাপতিত্ব করেন পার্টি নেতা তপন চক্রবর্তী বক্তব্য রাখেন যুব আন্দোলনের নেতা দীপশুভ্র সান্যাল, প্রাথমিক শিক্ষক আন্দোলনের নেতা সুবীর পালিত, সিপিআইএম সদর পূর্ব এরিয়া কমিটির সম্পাদক বিপুল সান্যাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

জলপাইগুড়ি পৌরসভার স্বজনপোষণ পৌর প্রশাসক মন্ডলীর মাধ্যমে বিভিন্ন এলাকার বিরোধী কাউন্সিলর তথা বর্তমান কো-অর্ডিনেটরদের  বাদ দিয়ে দলীয় কর্মীদের দিয়ে এলাকার সরকারি কাজ করানোর প্রতিবাদ জানান বক্তারা। শহরের রাস্তাঘাটের ভগ্নদশা জল নিকাশি ব্যবস্থা ভেঙে পড়া, পথবাতির সংস্কার সহ সমস্ত উন্নয়নমূলক কার্যকলাপ থমকে আছে অবিলম্বে পৌর নির্বাচনের দাবিতে আগামী 9 সেপ্টেম্বর জলপাইগুড়ি পৌরসভার সামনে অবস্থান বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআইএম। এই অবস্থান বিক্ষোভ কর্মসূচীকে সফল করার আহ্বান জানান  বক্তারা।

  • Published on:
  • 08/09/2021 17:22
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: