বুধবার, ১ সেপ্টেম্বর, ২০২১

আগামী দুই বছরের মধ্যে আন্তর্জাতিক উড়ান হবে অন্ডাল বিমানবন্দরেঃ মমতা

আগামী দুই বছরের মধ্যে আন্তর্জাতিক উড়ান হবে অন্ডাল বিমানবন্দরেঃ মমতা
সংগ্রহীত 


নিজস্ব সংবাদঃ পশ্চিমবঙ্গ রাজ্যে এখন পর্যন্ত ৩ টে বিমানবন্দর। রাজ্যে একমাত্র দমদম বিমানবন্দর যা আন্তর্জাতিক তকমা পেয়েছে। কিন্তু পশ্চিমবাংলাকে শিল্পের গন্তব্যস্থল করতে হলে রাজ্যে আরও বিমানবন্দর তৈরি করতে হবে সরকারকে। সেদিন পানাগড়ে মমতা ভাষণ দিতে বলেন, 'অন্ডাল বিমানবন্দরকে আগামী ২ বছরের মধ্যে আন্তর্জাতিক উড়ান চালানোর উপযোগী করে তোলা হবে। এই প্রকল্পের জন্য ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কোচবিহার বিমানবন্দরের কাজও শেষ। বিমান চলাচল শুধু বাকি রয়েছে। মালদহ, বালুরঘাটেও বিমানবন্দর তৈরি করার প্রায় ৯৯ শতাংশ কাজ হয়ে গিয়েছে। এ রাজ্যে ৩০টি হেলিকপ্টার স্টেশন ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।'

  • Published on:
  • 01/09/2021 17:19
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: