শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামেও রয়েছে একটি মামলা

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামেও রয়েছে একটি মামলা
ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর

নিজস্ব সংবাদঃ বর্ণপরিচয় স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বহুকাল আগে প্রয়াত হয়েছেন। কিন্তু তারপরেও তার রেহাই নেই। শুনতে অবাক লাগলেও একটি মামলায় তার নাম জড়িয়েছে।ঘটনা টি ঘটেছে কালনা এলাকার দুই নম্বর ব্লকে।এক আইনজীবী এই মামলা দায়ের করেছেন।প্রশাসন থেকে এই বিষয় তদন্ত করা হচ্ছে।

স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান তাপস সরকার জানান যে অবৈধ ভাবে তুফান দে নামে এক জন বিদ্যাসাগরের হাসপাতালকে নিজের হাসপাতাল বলে দাবি করছে। এই হাসপাতাল টার কথা কিশলয় বইতে  উল্লেখ রয়েছে। এছাড়া নানাবিধ ঐতিহ্য বহন করছে এই স্থান। অবৈধ ভাবে তুফান দে নামে এক ব্যক্তি এই স্থান কে নিজের বলে দাবী জানিয়েছে। কিন্তু সমগ্র কালনা এর সাধারণ মানুষ চায় এই হাসপাতাল টি রাজ্য সরকার গ্রহণ করুক।এবং হেরিটেজ এর তাকমা দিক।

  • Published on
  • 18/09/2021 20:04
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: