শনিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২১

আচমকা ভেঙ্গে পড়ল মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ার

আচমকা ভেঙ্গে পড়ল মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ার
মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ার


মদন মাইতি: পূর্ব মেদিনীপুর জেলা সংস্কৃতির এক পীঠস্থান মহিষাদল। সৃষ্টিশীল মহিষাদল রাজবাড়ি হেরিটেজ ঘোষণা করেছিলেন তার কাজ প্রাথমিকভাবে শুরু হয়েছিল গত দু'বছর আগে। কোন এক অজ্ঞাত কারণে কাজ কি বন্ধ হয়ে যায় এলাকার ভূমিপুত্র বিধায়ক তিলক কুমার চক্রবর্তী তিনি হেরিটেজ কমিটির কাছে আবেদন করেছিলেন অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য। শতাব্দী প্রাচীন পূর্ব মেদিনীপুর জেলার ঐতিহ্য মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ার আচমকা ভেঙ্গে পড়ল। 

মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ার বিকট আওয়াজ সহকারে আচমকা ভেঙ্গে পড়ল শতাব্দী প্রাচীন মহিষাদল রাজবাড়ির সিংহদুয়ারের একাংশ। গতকাল সন্ধ্যা নাগাদ ভেঙে পড়ে। সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ বিকট আওয়াজ শুনতে পান স্থানীয় মানুষজন। এরপর তারা এসে দেখতে পান শতাব্দীপ্রাচীন সিংহদুয়ারের বেশ কিছুটা অংশ ভেঙে পড়ে গিয়েছে। তবে ওই সময় ওই জায়গায় কেউ না থাকায় হতাহতের কোনো খবর নেই। গত কয়েক বছর আগে রাজ্য সরকারের হেরিটেজ দপ্তরের তরফ থেকে এই সিংহদুয়ার সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু তা মাঝপথেই থমকে যায়। স্থানীয় মানুষজনের দাবি সংরক্ষণ না হওয়ার জন্য আজ এই ধরনের ঘটনা ঘটলো। তাদের দাবি দ্রুত এই ঐতিহ্যবাহী সিংহদুয়ার সংস্কার করা হোক। উল্লেখ্য, রাজবাড়ির ইতিহাসের পাশাপাশি বেশ কিছু বড় সিনেমার শুটিং কাজ হয়েছে এই সিংহদুয়ার থেকেই। এলাকার মানুষের দাবী রাজপরিবারের এই সিংহদুয়ার অবিলম্বে কাজ শেষ করার।

  • Published on:
  • 18/09/2021 20:45
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: