রবিবার, ১২ সেপ্টেম্বর, ২০২১

দীঘায় প্রবল জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়া, জারি হল সতর্কতা || Update News For West Bengal Weather

দীঘায় প্রবল জলোচ্ছ্বাস ও ঝোড়ো হাওয়া, জারি হল সতর্কতা || Update News For West Bengal Weather
দিঘা- সংগ্রহীত ছবি 


নিজস্ব প্রতিবেদন: দীঘা আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ সৃষ্টি হয়েছে। আর তার সঙ্গে জুড়েছে নিম্নচাপের বৃষ্টি আর ঝড়ো হাওয়া। তার জেরেই দিঘার সমুদ্র সৈকতে ব্যপক জলোচ্ছ্বাস ও প্রবল বেগে ঝড়ো হাওয়া লক্ষ্য করা গিয়েছে।ইতিমধ্যে দিঘাতে গার্ডওয়াল টপকে সমুদ্রের জন ঢুকছে স্থলভাগে। পাশাপাশি হু হু করে জল ঢুকছে সমুদ্র পার্শ্ববর্তী একাধিক এলাকায়। ইতিমধ্যে সৈকত শহরের সি-বিচে উপচে পড়ছে বিশাল ঢেউ। যা দেখতে সকাল থেকেই ভিড় জমিয়েছে পর্যটকরা। পাশাপাশি মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। তাজপুর, জলধা, মন্দারমনি, জামড়া, শ্যামপুরের দুর্বল বাঁধের দিকে নজরদারি চালাচ্ছে প্রসাশন।

সেইসঙ্গে চলছে টহলদারি।সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর জেলাকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। আবহাওয়া দফতরের সূত্রে খবর, আগামী কয়েকদিন ধরে গভীর নিন্মচাপ গ্রাস করবে দক্ষিণবঙ্গকে। তাই বজ্রবিদ্যুত সহ ভারি থেকে অতিভারি বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। সমুদ্র তীরবর্তী পূর্ব মেদিনীপুর জেলাকে ঘিরে বাড়তি সতর্কতা নিয়েছে প্রশাসন। পাশাপাশি মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে বলে জানা যাচ্ছে। তাছাড়া সোম ও মঙ্গলবার ৪০থেকে ৫০কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা আছে। সেজন্য উপকূল এলাকায় হলুদ সতর্কতা জারি হয়েছে। মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

  • Published on:
  • 12/09/2021 20:32
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: