শনিবার, ৪ সেপ্টেম্বর, ২০২১

এবার হেলমেট বিহীন বাইক দেখলেই হবে জরিমানা

এবার হেলমেট বিহীন বাইক দেখলেই হবে জরিমানা
ধুপগুড়ি থানার পুলিশ


সজল দাশগুপ্তঃ হেলমেট বিহীন বাইক চালকদের বিরুদ্ধে লাগাতার অভিযান চালিয়েছে ধুপগুড়ি থানার পুলিশ। কিন্তু কিছুতেই একশ্রেণীর বাইক চালক হেলমেট পড়ে বাইক চালাতে ইচ্ছুক নয়। এর ফলে ধূপগুড়িতে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ। হেলক মেট বিহীন বাইক চালকদের বিরুদ্ধে শনিবার গান্ধীগিরি  শুরু করল ধুপগুড়ি থানার পুলিশ।  যে সমস্ত বাইক আরোহী হেলমেট ছাড়াই বাইক চালাছে তাদেরকে ধূপগুড়ির ট্রাফিক পুলিশের পক্ষ গোলাপ ফুল দিয়ে সংবর্ধনা প্রদান করা। আর যে সমস্ত বাইক চালক হেলমেট পড়েছে তাদেরকে চকলেট দিয়ে সংবর্ধনা দেওয়া হয়। আর যে সমস্ত চারচাকা আরোহী সিট বেল্ট পড়ে গাড়ি চালাচ্ছে তাদেরকে চকলেট দেওয়া হয় ধূপগুড়ি পুলিশের পক্ষ থেকে।  আর ধুপগুড়ির ট্রাফিক পুলিশের পক্ষ থেকে এরূপ কান্ডে হতবাক হেলমেট বিহীন বাইক চালকরা। সেই সাথে তারা লজ্জিতও। এক বাইক চালক ধুপগুড়ি ট্রাফিক পুলিশের গান্ধী গিরি দেখে, বাইক চালানোর সময় হেলমেট পরারও সংকল্প নেন।

  • Published on:
  • 04/09/2021 18:16
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: