শুক্রবার, ১৭ সেপ্টেম্বর, ২০২১

অজানা জ্বরে তিন শিশুর মৃত্যু মালদহে

অজানা জ্বরে তিন শিশুর মৃত্যু মালদহে
মালদা মেডিকেল কলেজ

মালদা,বিশ্বজিৎ মন্ডল: মালদহে অজানা জ্বরে মৃত্যু হয়েছে তিন শিশুর। তাই নিয়ে বৃহস্পতিবার বিকেলে সাংবাদিক বৈঠক করলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ এমএসভিপি ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান চিকিৎসক। বললেন এদিন পর্যন্ত ভর্তি রয়েছে ১৬৪জন শিশু । ১০জন আশঙ্কাজনক। হাসপাতালের কনফারেন্স হলে। এদিন বিকেলে মালদা  চিকিৎসকরা জানান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।এখানে কোন অজানা জ্বরের সন্ধান পাওয়া যায়নি।উপস্থিত ছিলেন মালদা মেডিকেল কলেজের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়,এমএস ভিপি পুরঞ্জয় সাহা ও পেডিয়াট্রিক বিভাগের প্রধান চিকিৎসক সুষমা সাও।

পেডিয়াট্রিক বিভাগের প্রধান চিকিৎসক সুষমা সাও বলেন মালদা মেডিক্যালে ১৬৪জন ভর্তি রয়েছে।তাদের মধ্যে ১০জন আশঙ্খাজনক।তবে যে শিশু গুলির মৃত্যু হয়েছে তা অত্যান্ত দুঃখজনক।তাদের দুইজনের মৃত্যু হয়েছে তবে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে আসা হয়েছিল। মালদা মেডিকেল কলেজে সেই কারনে মৃত্যু হয়েছে। আতঙ্কের কোন কারন নেই। আজ ফের 24 ঘন্টায় 3 শিশুর মৃত্যু ,মৃতের সংখ্যা বেড়ে দাড়ালো গত তিন দিনে 5 শিশু, সূত্রের খবর কলকাতা থেকে রওনা স্বাস্থ্য দপ্তরের 4 প্রতিনিধি দল। 

  • Published on
  • 17/09/2021 21:01
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: