রবিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২১

কাটোয়ার কেতুগ্রামে ভ্যাক্সিনেশন সম্পন্ন | নিউজ ভারত বাংলা পত্রিকা

কাটোয়ার কেতুগ্রামে ভ্যাক্সিনেশন সম্পন্ন | নিউজ ভারত বাংলা পত্রিকা
ভ্যাক্সিনেশন নেবার লাইন 


রতন চক্রবর্তীঃ কাটোয়া মহকুমার কেতুগ্রাম দুই নম্বর ব্লকের নিরোল সদর উপস্বাস্থ্য কেন্দ্রে ২২০ জন মানুষকে করোনার কোভিশিল্ড ভ্যাকসিন দিলেন এখানকার স্বাস্থ্য কর্মীরা। এই উপস্বাস্থ্য কেন্দ্রের ANM প্রতিমা গুঁই ও পাপিয়া ব্যানার্জী মুখার্জীর তত্ত্বাবধানে এদিন করোনার ভ্যাকসিন পান শূন্য থেকে বারো বছর বয়সী বাচ্চাদের মায়েরা। এছাড়াও ১৮ থেকে ৪৫ মধ্যে , এবং ৪৫ বছর উর্ধে বয়সী কয়েকজন মানুষেরাও করোনার ভ্যাকসিন পেলেন এদিন। 

এদিন এই উপস্বাস্থ্য কেন্দ্রে নিরোল অঞ্চল প্রধান মিহির কুমার মন্ডল উপস্থিত থেকে দেখভাল করলেন। এদিন অঞ্চল প্রধান মিহির কুমার মন্ডল জানান "এই উপস্বাস্থ্য কেন্দ্রের সকল স্বাস্থ্য কর্মীদের সহযোগিতায় এই ভ্যাকসিনেশনের কাজটি সম্পন্ন হয় খুবই ভালো ভাবে। এছাড়াও এই অঞ্চল জানো 100% ভ্যাকসিনেটেড হয়, সেদিকে তিনি লক্ষ্য রাখবেন বলে জানান। নিজেদের এলাকায় গ্রামের এই স্বাস্থ্য কেন্দ্রে বসে করোনার এই ভ্যাকসিন পেয়ে খুশি সকলেই।

  • Published on:
  • 19/09/2021 10:38
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: