রবিবার, ২৪ অক্টোবর, ২০২১

গোয়াতে বিজেপিকে হারিয়ে তৃণমূল সরকার গঠন করবে, খড়দার জনসভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

খড়দার জনসভায় বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
অভিষেক বন্দ্যোপাধ্যায়

বিশ্বজিৎ নাথঃ তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায়ের সমর্থনে খড়দার জনসভায় আগাগোড়া বিজেপিকে নিশানা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি এদিন তিনি সিপিএম ও কংগ্রেসকেও তুলোধনা করেন। খড়দার সভায় জোরের সঙ্গে তিনি দাবি করলেন, বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষমতা আছে একমাত্র তৃণমূলের। দেশে আর কোনও রাজনৈতিক দলের নেই। ঘাসফুলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করলেন, গোয়াতে বিজেপিকে হারিয়ে সরকার গড়বে তৃণমূল কংগ্রেস। আর ত্রিপুরায় বিদায় ঘণ্টা এখন শুধু সময়ের অপেক্ষা। আগামী তিন মাসের মধ্যে পাঁচটি বিজেপি শাসিত রাজ্যে ইউনিট গড়বে তৃণমূল কংগ্রেস। 

তিনি আরও বললেন, খড়দা, গোসাবা, শান্তিপুর ও দিনহাটায় তৃণমূল জিতবে। প্রয়াত বিধায়ক কাজল সিনহার ছবি নিয়ে বিজেপি প্রার্থীর প্রচার প্রসঙ্গে অভিষেক বলেন, ওরা মোদি, অমিত শাহ, দিলীপ ঘোষের ছবি নিয়ে প্রচার করুক। আসলে ওনার দলের নেতাদের প্রতি আস্থা নেই। তাই ওনি কাজল সিনহার ওপর আস্থা রেখেছেন। সিপিএম ও কংগ্রেসকে বিঁধে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ওদের ভোট না দিয়ে নোটায় ভোট দেওয়া ভালো। এদিনের সভায় তৃণমূল প্রার্থী শোভন দেব চট্টোপাধ্যায় ছাড়াও হাজির ছিলেন সাংসদ সৌগত রায়, খাদ্যমন্ত্রী রথীন ঘোষ, বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, পুর ও নগরোন্নয়ন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রয়াত কাজল সিনহার স্ত্রী নন্দিতা সিনহা, বিধায়ক রাজ চক্রবর্তী, তাপস রায়, পার্থ ভৌমিক-সহ অন্যান্যরা।


Share This

0 Comments: