রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

নোয়াখালীতে পুড়িয়ে দিলো গীতা ও প্রভুপাদের মূর্তি

নোয়াখালীতে পুড়িয়ে দিলো গীতা ও প্রভুপাদের মূর্তি
পুড়িয়ে দেওয়া হয়েছে গীতা 

নিউজ ভারত বাংলা ডেস্কঃ দশমীর দিন নোয়াখালির ইস্কনে (Noakhali Iskon) মৌলবাদী মুসলিমরা পুড়িয়ে দিলো সনাতন ধর্মের ধর্মগ্রন্থ গীতা ও প্রভুপাদের প্রতিমূর্তি। মন্দিরের পাশের পুকুর থেকে উদ্ধার হয়েছে কৃষ্ণভক্ত এক ভক্তের দেহ যার নাম জানা যায় প্রান্তচন্দ্র দাস (২৬ বছর বয়স) এছাড়াও চার জনকে গুরুতর আহত। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে, এরপর মৌলবাদীরা রান্নাঘরে ঢুকে মুখে খাবার কেড়ে নিয়ে ভক্তদের বেধড়ক মারধর করা হয়েছে। শুধু নোয়াখালি নয়! সারা বাংলাদেশ জুড়ে সংখ্যালঘু হিন্দুদের ওপর অত্যাচার শুরু করেছে পাশাপাশি স্থানীয় সংখ্যাগুরু সম্প্রদায় (মুসলিম)।

গতকাল নোয়াখালির ইসকন মন্দিরে হামার ঘটনার পর কলকাতা ইস্কন থেকে রাষ্ট্রপুঞ্জে চিঠি করেছে বলে খবর। গতকাল শনিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যে ৬টা পর্যন্ত এলাকায় জনসমাগমের ওপর নিষেধাজ্ঞা করেছে বাংলাদেশ প্রশাসন। নোয়াখালীর গোটা এলাকা জুড়ে বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। মোতায়ন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী।  বাংদেশের এহেন হিন্দুদের উপর অত্যাচারের ফলে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত সরকার।  

নোয়াখালীতে পুড়িয়ে দিলো গীতা ও প্রভুপাদের মূর্তি
পুড়িয়ে দেওয়া গীতা 


  • Published on:
  • 17/10/2021 09:55
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: