রবিবার, ১৭ অক্টোবর, ২০২১

আব্বাস সিদ্দিকির মন্তব্য ঘিরে বিতর্ক, হিন্দুদের ধর আলাদা করার হুমকি

আব্বাস সিদ্দিকির মন্তব্য ঘিরে বিতর্ক, হিন্দুদের ধর আলাদা করার হুমকি
নিজস্ব ছবি 

নিউজ ভারত বাংলা ডেস্কঃ অগ্নিগর্ভ এখন প্রতিবেশ দেশ বাংলাদেশ। বাংলাদেশের সাম্প্রদায়িক ঘটনা কে কেন্দ্র করে বিভিন্ন দিক থেকে সমালোচনা করা হচ্ছে। পশ্চিমবঙ্গ থেকেও এই ঘটনার তীব্র নিন্দা করা হয়েছে। কলকাতা ইসকন মন্দির থেকে রাষ্ট্রসঙ্ঘের কাছে এই ব্যাপারে একটি বিবৃতি দিয়ে চিঠি পাঠানো হয়েছে। সিপিএমের পলিটব্যুরোর সদস্য সুজন চক্রবর্তী তীব্র নিন্দা জানিয়েছেন।

কিন্তু এদিকে আব্বাস সিদ্দিকি কার্যত বাংলাদেশকে সমর্থন করেছেন। এমনটাই বোঝা যায় তার ভিডিওতে বলা বক্তব্য থেকে। আব্বাসকে তার এক জলসার ভিডিওতে বলতে শোনা গেছে, ‘তুমি যদি মনে করো, তোমার স্বাধীনতা কোরানকে অপমান করা, তোমার স্বাধীনতা ইসলামকে অপমান করা, তোমার স্বাধীনতা রসুলের গুস্তাখি করা। আমি আব্বাস সিদ্দিকি বলছি, আমারও স্বাধীনতা তোমার ধর থেকে কল্লা আলাদা করে দেওয়ার সময় এসে গিয়েছে।” এছাড়াও বাংলাদেশের দুর্গা পুজো মণ্ডপে হনুমানজির পায়ের উপর কোরান রাখার ঘটনার নিন্দা করেন।

  • Published on:
  • 17/10/2021 19:54
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: