রবিবার, ৩১ অক্টোবর, ২০২১

ছট পুজোতে ছুটি ঘোষণা মমতার

ছট পুজোতে ছুটি ঘোষণা মমতার
নিজস্ব গ্রাফিক্স 

সজল দাশগুপ্তঃ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছট পুজোতে ছুটি ঘোষণা করেছেন। মুখ্যমন্ত্রীর  ঘোষণাকে স্বাগত জানিয়ে মাল শহরে মিছিল বের হল। তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের তত্ত্বাবধানে আয়োজিত মিছিলে বিহারী বিকাশ সমিতিসহ বিভিন্ন ছট পুজো কমিটির কর্মকর্তারা সামিল হন। শহরের কলোনি ময়দান থেকে শুরু হয়ে বাজার রোড, ৩১ নম্বর জাতীয় সড়ক, ঘড়ি মোড় ইত্যাদি এলাকায় মিছিল পরিক্রমা করে।  

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছট পুজোকে কেন্দ্র করে দুদিনের ছুটি ঘোষণা করেছে। এতেই এদিন মালবাজারে উচ্ছ্বাস প্রকাশ করা হয়। তৃণমূল কংগ্রেসের হিন্দি প্রকোষ্ঠের মাল শহর কমিটির সভাপতি রমেশ  গিরি, সহ-সভাপতি ধর্মেন্দ্র মিশ্র, সম্পাদক রাজু পাশী, সহ-সম্পাদক রাজু গুপ্তা প্রমূখ উপস্থিত ছিলেন। হিন্দি প্রকোষ্ঠের পক্ষে রমেশ গিরি, ধর্মেন্দ্র মিশ্র বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছট পুজোর জন্য দুদিন ছুটি দিয়েছেন। আমরা  দারুণ খুশি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বস্তরের জনগণের জন্য নানা পদক্ষেপ নিচ্ছে। ছট পুজোতেও নানাভাবে সহায়তা করা হচ্ছে। আমরা মুখ্যমন্ত্রীর উন্নয়ন যজ্ঞে শামিল রয়েছি। এ দিনের মিছিলে বিহারী বিকাশ সমিতি পাশাপাশি বিভিন্ন ছট পুজো কমিটির কর্মকর্তারাও শামিল হন। ব্যান্ড পার্টি সহকারেই উচ্ছ্বাস প্রকাশ করা হয়।


Share This

0 Comments: