শুক্রবার, ১৫ অক্টোবর, ২০২১

একই উঠানে ছয়টি দুর্গা প্রতিমার পুজো

একই উঠানে ছয়টি দুর্গা প্রতিমার পুজো
নিজস্ব ছবি 

রতন চক্রবর্তী: কেতুগ্রামের খাটুন্ডি গ্রামে র একই উঠানে ছয় টি দুর্গা প্রতিমার পুজো খুবই প্রাচীন। এখানে এই পূজার প্রতিষ্ঠা করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর দীক্ষাগুরু স্বর্গীয় কেশব ভারতীর পিতা স্বর্গীয় রাম কুমার ভট্টাচার্য প্রভুদেব। আনুমানিক 600 বছরেরও বেশি বছর ধরে এই পূজা একইভাবে হয়ে আসছে বংশানুক্রমিকভাবে। একই উঠানের মধ্যে ছয় টি প্রতিমা দর্শন করতে, বহু দূর থেকেও বহু লোকের সমাগম হয়।এই পূজায় এক উঠোনে ছটি প্রতিমা র একসাথে ভোগ আরতী, সন্ধিপূজা,বলিদান দেখতে আশেপাশের বহু গ্রামের মানুষ ভিড় যমান বলে জানা যায়। শোনা যায়, আগে সাতটি প্রতিমাপূজা একসাথে হত, কিন্তু বর্তমানে একটির মূর্তিপূজা না করে শুধুমাত্র ঘটে পূজা আনা হয়। 

এখানকার পূজার অন্যতম বৈশিষ্ট্য,  মায়ের পূজার জোগাড় থেকে মায়ের বরণ করা, এই সবই শুধুমাত্র পরিবারের শুধুমাত্র  পুরুষ সদস্যদের দ্বারা ই করার রীতি হয়ে আসছে। এবং প্রতিমা বিসর্জনের আগে হরিনাম সংকীর্তন এর দ্বারা বিষ্নু মন্দিরের কৃষ্ণরায় দেবের  ভোগ আরতির পর, মা দুর্গার প্রতিমা তে আরতি দিয়ে তবেই বিসর্জনের পথে নিয়ে যাওয়া হয়। যা প্রাচীনকাল থেকে একইভাবে এখনো হয়ে আসছে বলে জানা যায়।

  • Published on
  • 15/10/2021 17:49
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: