বুধবার, ১০ নভেম্বর, ২০২১

অভিক মজুমদারের ভিডিও প্রসঙ্গে যা বললেন অর্জুন সিং

অভিক মজুমদারের ভিডিও প্রসঙ্গে যা বললেন অর্জুন সিং
সাংসদ অর্জুন সিং

ব্যারাকপুরঃ শুধুমাত্র কলকাতা ও হাওড়া কার্পোরেশন নির্বাচন করা হচ্ছে। কিন্তু সমস্ত পুরভোট কেন একসঙ্গে করা হল না। বুধবার সন্ধেতে গারুলিয়ায় রাম মারিয়া নব নির্মাণ কমিটির ছট পুজোর উদ্বোধন করে এমনই প্রশ্ন খুঁচিয়ে তুললেন ব্যারাকপুর কেন্দ্রের সাংসদ অর্জুন সিং। ভাঙরে তৃণমূল যুব নেতা অভিক মজুমদারের একটা ভিডিও ভাইরাল হয়েছে, তাতে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, পুলিশ-প্রশাসন আমাদের। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। এপ্রসঙ্গে সাংসদ অর্জুন সিং বলেন, একজন সাধারণ নেতা খারাপ কিছু বলেন নি। মমতা ব্যানার্জি নিজেই তো বলেছেন, ইঞ্চিতে ইঞ্চিতে বদলা নেব।প্যারা মিলিটারি চলে গেলে বুঝে নেব। ওনি বুঝিয়ে দিয়েছেন ৬০ জন খুন হয়েছেন। হাজার হাজার লোক এখনও বাড়ি ছাড়া। এদিনের পুজো উদ্বোধনে হাজির ছিলেন বিজেপির ব্যারাকপুর জেলার সহ-সভাপতি বিজয় মুখার্জি, রাজ্য কমিটির যুব মোর্চার সদস্য কুন্দন সিং-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

  • Published on:
  • 10/11/2021 21:10
  • Published By: BIPRADIP DAS (Editor)


Share This

0 Comments: