শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১

পুলিশ টিএমসির ক্যাডার নাকি সরকারি কর্মচারী তা বোঝা যাচ্ছে না: দিলীপ ঘোষ


পুলিশ টিএমসির ক্যাডার নাকি সরকারি কর্মচারী তা বোঝা যাচ্ছে না: দিলীপ ঘোষ
কেন্দ্রীয় নেতা দিলীপ ঘোষ 

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: রাজ্য সরকারের পেট্রোল ও ডিজেলের শুল্ক কমানোর প্রতিবাদে বুধবার বিকেল সাড়ে তিনটে নাগাদ সোনামুখী পৌর শহরের সিনেমা তলায থেকে একটি মিছিল শুরু হওয়ার মুখে আটকে দিল রাজ্য পুলিশের বিশাল পুলিশবাহিনী। মিছিল এগিয়ে আসার আগেই প্রশাসন ব্যারিকেড দিয়ে আটকে দেয়। মিছিল এগিয়ে আসতে দেখা দিলে পুলিশ বাঁধা দেওয়ায় প্রথমে বচসা পরে রীতিমতো পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পুলিশের যুক্তি ছিলো, এই মিছিলে কোনও রকম ভাবে অনুমতি দেওয়া হয়নি। তা সত্ত্বেও মিছিল তাই রাজ্য বিজেপির সহ সভাপতি রাজু বন্দ্যোপাধ্যায় , সোনামুখী বিধানসভার বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ,  বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি সুজিত অগাস্থি  ও সহ-সভাপতি তাপস বোস সহ একুশ জন বিজেপি কর্মীকে আটক করে সোনামুখী থানার পুলিশ। পরে তাদেরকে ব্যক্তিগত বণ্ডে জামিন দেওয়া হয়। 

ঘটনা প্রসঙ্গে কেন্দ্রীয় বিজেপি সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "আমরা লিখিত পারমিশন চেয়েছি কিন্তু আমাদেরকে পারমিশন দেওয়া হয়নি। পুলিশ টিএমসির ক্যাডার নাকি সরকারি কর্মচারী তা বোঝা যাচ্ছে না ।সোনামুখী ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ মুখোপাধ্যায় জানান , কুড়ি জন কর্মী নিয়ে কেন্দ্রীয় সহ-সভাপতি মিছিল করছেন এটা লজ্জাজনক ব্যাপার । তাছাড়া পুলিশের পারমিশন ছাড়া ওরা মিছিল ও মাইক ব্যবহার করেছে পুলিশ পুলিশের কাজ করেছে বিজেপি নেতা বদনাম দিচ্ছে।

Published By: Bipradip Das 


Share This

0 Comments: