শনিবার, ২৭ নভেম্বর, ২০২১

বাইডেন গনতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রন জানায়নি আমেরিকা

বাইডেন গনতন্ত্র সম্মেলনে বাংলাদেশকে আমন্ত্রন জানায়নি আমেরিকা
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোমেন

বাংলাদেশ: এবারের বাইডেন গনতন্ত্র সম্মেলনে বাংলাদেশ সরকারকে আমন্ত্রন জানায়নি আমেরিকার বাইডেন সরকার। গত শুক্রবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী সিলেট শহরের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নির্মাণাধীন কার্গো স্টেশন পরিদর্শনে যান। সেখানে সাংবাদিক মুখোমুখি হওয়ায় এমন ভাবে প্রশ্ন করায় পররাষ্ট্রমন্ত্রী মোমেন জানায়, ‘বাইডেন প্রশাসন বেচারা অনেক কষ্ট করে হোয়াইট হাউসে এসেছেন। এখনো ক্যাপিটালে ঝামেলা চলছে। আমেরিকার মতো পরিপক্ব গণতন্ত্রের দেশ, সেখানেই ঝামেলা হয়েছে। আমরা তো সেদিক দিয়ে ভালো আছি। গণতন্ত্র অন্য কেউ শেখাবে না। আপনার দেশের লোকই শেখাবে। গত কয়েক বছরে আমাদের গণতন্ত্র স্থিতিশীল হয়েছে। 

এছাড়াও বলেন, বাইডেনের গণতন্ত্র সম্মেলনে বাংলাদেশ দাওয়াত পায়নি, এটি নিয়ে এত চিন্তার কিছু নেই। শত শত সম্মেলন হয় দুনিয়াজুড়ে। কে দাওয়াত দিল না–দিল, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। বরং আমাদের চিন্তা করা উচিত, ভবিষ্যতে নির্বাচন হলে সহিংসতায় যেন কারও মৃত্যু না হয়।’ 

Published By: Bipradip Das 


Share This

0 Comments: