মঙ্গলবার, ২৩ নভেম্বর, ২০২১

করোনার পঞ্চম তরঙ্গ চোখ রাঙ্গানি দিচ্ছে ফ্রান্সে

করোনার পঞ্চম তরঙ্গ চোখ রাঙ্গানি দিচ্ছে ফ্রান্সে
ফ্রান্সে করোনার ছবি

ওয়েব ডেস্কঃ করোনাভাইরাস এর পঞ্চম তরঙ্গ চোখ রাঙ্গানি দিচ্ছে ফ্রান্সে। সংক্রমণ আবার বেড়ে গিয়েছে । ফ্রান্সের স্বাস্থ্য দপ্তর থেকে জানানো হয়েছে গত সপ্তাহ থেকে এই সপ্তাহে সংক্রমণ বেড়েছে ৮১ শতাংশ । সেই কারণে চিন্তায় পড়ে গিয়েছে ফ্রান্সের সরকার। ফ্রান্সের স্বাস্থ্য অধিকর্তারা জানাচ্ছেন করোনাভাইরাস এর পঞ্চম তরঙ্গ এর সংক্রমণ ক্ষমতা অত্যন্ত বেশি। খুব দ্রুত ছড়িয়ে পড়ে এই সংক্রমণ।

স্বাস্থ্য দপ্তর থেকে বিশেষ বিবৃতি দিয়ে জানানো হয়েছে চিন্তার কোন কারণ নেই। অন্যান্য প্রতিবেশী দেশের তুলনায় ফ্রান্স ভ্যাকসিনেশনের দিকে অনেকটাই এগিয়ে রয়েছে। শুধু তাই নয় ডাবল  ভ্যাকসিনের পর ফ্রান্সে এখন বুস্টার ডোজ দেওয়া হচ্ছে। এই বুস্টার ডোজ মানবদেহে ইউমিনিটি পাওয়ার অনেকটাই বাড়িয়ে দেয়। ফ্রান্সে এখন রেস্তোরাঁ ,পাব,হোটেল সহ একাধিক জায়গায় স্বাস্থ্য পাস দেখানো বাধ্যতামূলক। যাদের ডবল ভ্যাকসিন দেওয়া হয়ে গেছে, এবং করণা থেকে সম্পূর্ণরূপে সুস্থ হয়েছেন শুধুমাত্র তাদেরকেই এই স্বাস্থ্য পাস দেওয়া হয়। স্বাস্থ্য পাস না থাকলে ফ্রান্সের বিভিন্ন জায়গায় অবাধে বিচরণ করার ক্ষেত্রে নিষেধ আছে।

Published By: Bipradip Das 


Share This

0 Comments: